প্রতিদিন ভোরবেলা বাসন্তী হাইওয়েতে চলছে পুলিশের তোলাবাজি। অসহ্য যন্ত্রণার শিকার ইঞ্জিন ভ্যান চালকরা। ভোর বেলা থেকে কলকাতা লেদার কমপ্লেক্সে থানার নাইট ডিউটিতে থাকা পুলিশ কর্মীরা ইঞ্জিন ভ্যান চালকদের কাছ থেকে ২০ টাকা ৪০ টাকা, কখনো ৫০ টাকা করে তোলা তুলছে বলে অভিযোগ। এই খবর আমাদের কানে আসতেই আজ ভোরবেলা আমরা পৌছে যাযই কলকাতা লেদার কমপ্লেক্সের ৩ নং গেটে।
advertisement
ঘটনাস্থলে গিয়ে তো চক্ষু চড়কগাছে ওঠার জোগাড়। সেখানেই দেখা যায়, প্রকাশ্যে পুলিশের তোলাবাজি। ইঞ্জিনভ্যান চালকদের সারিবদ্ধভাবে দাঁড় করিয়ে তোলা আদায় করছেন পুলিশকর্মীরা।
আরও পড়ুন- ক্লাবের দুয়ারে দুর্গা! টাকা না থাকলেও পুজো হবে, পাশে চোরবাগান সর্বজনীন
প্রথমে ছবি তুলতে গেলে বাধা দেওয়া হয় সাংবাদিককে। পুলিশ কী কারণে টাকা নিচ্ছে জিজ্ঞেস করলে এক পুলিশকর্মী বলেন, ইঞ্জিনভ্যান চালক নাকি তাঁকে প্রতিদিনই এমনিতেই কুড়ি টাকা করে দিয়ে যান। কিন্তু ইঞ্জিন ভ্যান চালকদের অভিযোগ, পুলিশ জোর করে তাঁদের কাছ থেকে তোলা আদায় করে। কেউ যদি পালিয়ে যায়, তাঁকে বাইক নিয়ে তাড়া করে পুলিশ তোলা আদায় করে।
কখনো লেদার কমপ্লেক্সের ভিতরে, আবার কখনো লেদার কমপ্লেক্স -এর বাইরে সহ একাধিক জায়গাতে তোলা আদায় করে চলেছে পুলিশ। ফলে সমস্যায় পড়ছে সাধারণ রিক্সা চালকরা।