TRENDING:

বিধানসভায় এসে তদন্ত, মাপজোক! বিজেপি বিধায়কদের বিরুদ্ধে অভিযোগে তৎপর পুলিশ

Last Updated:

পরপর দু'দিন একই ঘটনা ঘটে। তৃণমূল পরিষদীয় দলের অভিযোগ, জাতীয় সঙ্গীত পরিবেশন করার সময় স্লোগান দেয় বিজেপি।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: জাতীয় সঙ্গীত অবমাননার অভিযোগের তদন্ত। শনিবার তদন্তে বিধানসভায় কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগ। এদিন আম্বেদকর মূর্তি থেকে গাড়ি বারান্দা অবধি তারা ভিডিওগ্রাফি করেন। বিধানসভার নকশা দেখে তারা দূরত্ব মেপে দেখেন। এছাড়া সিসি ক্যামেরার অবস্থান ও সেদিনের ফুটেজ তারা দেখেছেন।
বিধানসভায় এসে ঘটনাস্থলে ভিডিওগ্রাফি করে পুলিশ৷
বিধানসভায় এসে ঘটনাস্থলে ভিডিওগ্রাফি করে পুলিশ৷
advertisement

প্রসঙ্গত গত ২৮, ২৯ ও ৩০ নভেম্বর বিধানসভার আম্বেদকর মূর্তির নীচে কেন্দ্রীয় বঞ্চনা নিয়ে অবস্থানে বসেছিল তৃণমূল কংগ্রেস। ২৯ তারিখ তৃণমূলে যোগ দেন মমতা বন্দ্যোপাধ্যায়। একই দিনে আম্বেদকর মূর্তি থেকে কয়েক মিটার দূরত্বের মধ্যেই গাড়ি বারান্দার নীচে বসে বিক্ষোভ দেখায় বিজেপিও।

আরও পড়ুন: হাতছাড়া হলেই সমূহ বিপদ, মধ্যপ্রদেশ নিয়ে কোন আশঙ্কায় ভুগছে বিজেপি?

advertisement

পরপর দু’দিন একই ঘটনা ঘটে। তৃণমূল পরিষদীয় দলের অভিযোগ, জাতীয় সঙ্গীত পরিবেশন করার সময় স্লোগান দেয় বিজেপি। যা জাতীয় সঙ্গীতের অবমাননা। বিষয়টি নিয়ে বিধানসভার অধ্যক্ষের দ্বারস্থ হয় তৃণমূল৷

সেরা ভিডিও

আরও দেখুন
দুর্গাপুজোয় ছিল না, কালীপুজোয় খুশিতে ডগমগ করছেন বাঁকুড়ার শিল্পীরা। হঠাৎ কী হল?
আরও দেখুন

এই অভিযোগের প্রেক্ষিতে দুটি অভিযোগ দায়ের হয় থানায়। তারই তদন্ত করছে লালবাজার।ইতিমধ্যেই সোম ও মঙ্গলবার একাধিক বিজেপি বিধায়ককে ডেকে পাঠিয়েছে লালবাজার। তার প্রেক্ষিতেই এদিন তদন্তে বিধানসভায় আসেন গোয়েন্দা বিভাগের পুলিশ। বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দোপাধ্যায় জানিয়েছেন, তদন্ত তদন্তের মতোই চলবে।

advertisement

বাংলা খবর/ খবর/কলকাতা/
বিধানসভায় এসে তদন্ত, মাপজোক! বিজেপি বিধায়কদের বিরুদ্ধে অভিযোগে তৎপর পুলিশ
Open in App
হোম
খবর
ফটো
লোকাল