প্রসঙ্গত গত ২৮, ২৯ ও ৩০ নভেম্বর বিধানসভার আম্বেদকর মূর্তির নীচে কেন্দ্রীয় বঞ্চনা নিয়ে অবস্থানে বসেছিল তৃণমূল কংগ্রেস। ২৯ তারিখ তৃণমূলে যোগ দেন মমতা বন্দ্যোপাধ্যায়। একই দিনে আম্বেদকর মূর্তি থেকে কয়েক মিটার দূরত্বের মধ্যেই গাড়ি বারান্দার নীচে বসে বিক্ষোভ দেখায় বিজেপিও।
আরও পড়ুন: হাতছাড়া হলেই সমূহ বিপদ, মধ্যপ্রদেশ নিয়ে কোন আশঙ্কায় ভুগছে বিজেপি?
advertisement
পরপর দু’দিন একই ঘটনা ঘটে। তৃণমূল পরিষদীয় দলের অভিযোগ, জাতীয় সঙ্গীত পরিবেশন করার সময় স্লোগান দেয় বিজেপি। যা জাতীয় সঙ্গীতের অবমাননা। বিষয়টি নিয়ে বিধানসভার অধ্যক্ষের দ্বারস্থ হয় তৃণমূল৷
এই অভিযোগের প্রেক্ষিতে দুটি অভিযোগ দায়ের হয় থানায়। তারই তদন্ত করছে লালবাজার।ইতিমধ্যেই সোম ও মঙ্গলবার একাধিক বিজেপি বিধায়ককে ডেকে পাঠিয়েছে লালবাজার। তার প্রেক্ষিতেই এদিন তদন্তে বিধানসভায় আসেন গোয়েন্দা বিভাগের পুলিশ। বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দোপাধ্যায় জানিয়েছেন, তদন্ত তদন্তের মতোই চলবে।