TRENDING:

Joka ESI Hospital: বস্তার ভিতরে কীসের মাংস? কুকুরে টানাটানি করতেই আতঙ্ক জোকার হাসাপাতালে, ছুটে এল পুলিশ

Last Updated:

বস্তায় ভরা ওই মাংস মানুষের হতে পারে বলে সন্দেহ করেন হাসপাতালের কর্মী এবং আধিকারিকরা৷ এর পরই ঘটনাস্থলে আসে ঠাকুরপুকুর থানার পুলিশ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
সমীর মণ্ডল, কলকাতা: হাসপাতালের পিছনে বস্তা নিয়ে টানাটানি করছিল একটি কুকুর৷ বস্তার ছিঁড়ে বেরিয়ে আসছিল মাংসের টুকরো৷ এই ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়াল জোকার ইএসআই হাসপাতালে৷
জোকা ইএসআই হাসপাতালে পুলিশ৷
জোকা ইএসআই হাসপাতালে পুলিশ৷
advertisement

বস্তায় ভরা ওই মাংস মানুষের হতে পারে বলে সন্দেহ করেন হাসপাতালের কর্মী এবং আধিকারিকরা৷ এর পরই ঘটনাস্থলে আসে ঠাকুরপুকুর থানার পুলিশ৷ ওই মাংসের নমুনা সংগ্রহ করে ময়নাতদন্তের জন্য বিদ্যাসাগর হাসপাতালে পাঠায় পুলিশ৷

আরও পড়ুন: বাবার চোখের সামনে ছেলেকে গিলে নিল বিশাল তিমি! এর পরই যা ঘটল,অবিশ্বাস্য

জানা গিয়েছে, ওই বস্তার মধ্যে বড় বড় মাংসের টুকরো ভরা ছিল৷ সেই বস্তা নিয়েই টানাটানি করছিল একটি কুকুর৷ হাসপাতালের ক্যান্টিনের কর্মীরা প্রথম এই দৃশ্য দেখেন৷ এর পরই বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নজরে আনেন তাঁরা৷ হাসপাতাল থেকেই খবর দেওয়া হয় ঠাকুরপুকুর থানায়৷

advertisement

যদিও প্রাথমিক অনুসন্ধানে পুলিশের দাবি, ওই বস্তার মধ্যে উদ্ধার হওয়া মাংস এবং হাড় সম্ভবত কোনও পশুরই৷ যদিও ময়নাতদন্ত রিপোর্ট আসার পরই এ বিষয়ে নিশ্চিত হওয়া যাবে৷

বাংলা খবর/ খবর/কলকাতা/
Joka ESI Hospital: বস্তার ভিতরে কীসের মাংস? কুকুরে টানাটানি করতেই আতঙ্ক জোকার হাসাপাতালে, ছুটে এল পুলিশ
Open in App
হোম
খবর
ফটো
লোকাল