বস্তায় ভরা ওই মাংস মানুষের হতে পারে বলে সন্দেহ করেন হাসপাতালের কর্মী এবং আধিকারিকরা৷ এর পরই ঘটনাস্থলে আসে ঠাকুরপুকুর থানার পুলিশ৷ ওই মাংসের নমুনা সংগ্রহ করে ময়নাতদন্তের জন্য বিদ্যাসাগর হাসপাতালে পাঠায় পুলিশ৷
আরও পড়ুন: বাবার চোখের সামনে ছেলেকে গিলে নিল বিশাল তিমি! এর পরই যা ঘটল,অবিশ্বাস্য
জানা গিয়েছে, ওই বস্তার মধ্যে বড় বড় মাংসের টুকরো ভরা ছিল৷ সেই বস্তা নিয়েই টানাটানি করছিল একটি কুকুর৷ হাসপাতালের ক্যান্টিনের কর্মীরা প্রথম এই দৃশ্য দেখেন৷ এর পরই বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নজরে আনেন তাঁরা৷ হাসপাতাল থেকেই খবর দেওয়া হয় ঠাকুরপুকুর থানায়৷
advertisement
যদিও প্রাথমিক অনুসন্ধানে পুলিশের দাবি, ওই বস্তার মধ্যে উদ্ধার হওয়া মাংস এবং হাড় সম্ভবত কোনও পশুরই৷ যদিও ময়নাতদন্ত রিপোর্ট আসার পরই এ বিষয়ে নিশ্চিত হওয়া যাবে৷
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
February 14, 2025 4:36 PM IST