TRENDING:

Haridevpur Case Update: হরিদেবপুরে কী ঘটেছিল সেই রাতে? তরুণীর মেডিক্যাল পরীক্ষাতেই বড় তথ্য পেল পুলিশ

Last Updated:

গত শুক্রবার হরিদেবপুরের মালঞ্চ সিনেমা হল সংলগ্ন এলাকায় এক বন্ধুর ফ্ল্যাটের জন্মদিনের পার্টিতে যান তিনি৷ সেখানেই দুই বন্ধু মিলে তাঁকে গণধর্ষণ করেন বলে অভিযোগ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
হরিদেবপুরে গণধর্ষণেরই শিকার হয়েছেন তরুণী৷ নির্যাতিতার স্বাস্থ্য পরীক্ষার পর এমনই তথ্য হাতে পেয়েছেন তদন্তকারীরা৷ এ বিষয়ে নিশ্চিত হতে তরুণীর মেডিকো লিগ্যাল পরীক্ষা করানোর জন্য এবার আদালতের আবেদন করবে পুলিশ৷
ফাইল ছবি
ফাইল ছবি
advertisement

পুলিশের কাছে দায়ের করা অভিযোগ অনুযায়ী, গত শুক্রবার হরিদেবপুরের মালঞ্চ সিনেমা হল সংলগ্ন এলাকায় এক বন্ধুর ফ্ল্যাটের জন্মদিনের পার্টিতে যান তিনি৷ সেখানেই দুই বন্ধু মিলে তাঁকে গণধর্ষণ করেন বলে অভিযোগ৷ শনিবার হরিদেবপুর থানায় অভিযোগ জানান নির্যাতিতা৷

অভিযোগ পাওয়ার পরই তরুণীর মেডিক্যাল পরীক্ষা করায় পুলিশ৷ প্রসূতি বিভাগের চিকিৎসকের উপস্থিতিতেই হয় মেডিক্যাল পরীক্ষা৷ সেই পরীক্ষায় তরুণীর যৌনাঙ্গে যে ধরনের ঘর্ষণের চিহ্ন পাওয়া গিয়েছে, তাতে বিশেষজ্ঞরা প্রাথমিক ভাবে ধর্ষণেরই ইঙ্গিত দিয়েছেন৷

advertisement

আরও বিস্তারিত তথ‍্য জানতে মেডিকো লিগ‍্যাল পরীক্ষা করানোর জন‍্য আদালতে আবেদন করা হচ্ছে৷ মেডিকো লিগ্যাল পরীক্ষায় শরীরের রস, যৌনাঙ্গ থেকে দেহ রস সংগ্রহ করে ফরেন্সিক পরীক্ষায় পাঠানো হবে এবং ডিএনএ প্রোফাইলের জন‍্য নমুনা সংগ্রহ করা হবে৷

অন্যদিকে, তরুণীর গোপন জবানবন্দি রেকর্ড করতে চাইছে পুলিশ৷ আলিপুর আদালতে আবেদন করা হয়েছে পুলিশের পক্ষ থেকে৷ তরুণীর গোপন জবানবন্দি করাতে চেয়ে আবেদন করেছে পুলিশ৷

advertisement

বাংলা খবর/ খবর/কলকাতা/
Haridevpur Case Update: হরিদেবপুরে কী ঘটেছিল সেই রাতে? তরুণীর মেডিক্যাল পরীক্ষাতেই বড় তথ্য পেল পুলিশ
Open in App
হোম
খবর
ফটো
লোকাল