TRENDING:

Nabanna Abhijan clash: জলকামানের জল শেষ, পুলিশকর্মীকে ঘিরে ধরে মার! নবান্ন অভিযান ঠেকাতে হিমশিম পুলিশ

Last Updated:

জল কামান প্রয়োগ করে, কাঁদানে গ্যাসের শেল ফাটিয়ে এমন কি লাঠিচার্জ করেও কোথাও কোথাও বিক্ষোভকারীদের ঠেকাতে ব্যর্থ হয়েছে পুলিশ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: নবান্ন অভিযানে গন্ডগোলের আশঙ্কা করেছিল পুলিশ৷ কিন্তু সেই বিক্ষোভ যে এমন সর্বাত্মক আকার ধারণ করবে, সম্ভবত তা আঁচ করতে পারেনি পুলিশও৷ কারণ এ দিন কলকাতা এবং হাওড়ার বিভিন্ন প্রান্তে নবান্নমুখী বিক্ষোভকারীদের ঠেকাতে রীতিমতো হিমশিম খেতে হল পুলিশবাহিনীকে৷
কাঁদানে গ্যাস ছুড়ে বিক্ষোভ সামাল দেওয়ার চেষ্টা পুলিশের৷ ছবি- এএনআই
কাঁদানে গ্যাস ছুড়ে বিক্ষোভ সামাল দেওয়ার চেষ্টা পুলিশের৷ ছবি- এএনআই
advertisement

জল কামান প্রয়োগ করে, কাঁদানে গ্যাসের শেল ফাটিয়ে এমন কি লাঠিচার্জ করেও কোথাও কোথাও বিক্ষোভকারীদের ঠেকাতে ব্যর্থ হয়েছে পুলিশ৷ জলকামানের জল একাধিক বার শেষ হয়ে গেলেও বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করা যায়নি৷ এমন কি, একা পুলিশকর্মীকে ঘিরে ধরে বিক্ষোভকারীরা মারছেন, এমন ছবিও এ দিন ধরা পড়েছে৷

আরও পড়ুন: নবান্নের সামনেই চলে এল বিক্ষোভকারীরা! দফায় দফায় ইটবৃষ্টি, রেড রোড বন্ধ, ছুটে গেল বিরাট পুলিশ বাহিনী

advertisement

পশ্চিমবঙ্গ ছাত্র সমাজের ডাকে এ দিন নবান্ন অভিযানের ডাক দেওয়া হয়েছিল৷ উদ্যোক্তাদের পক্ষ থেকে এই কর্মসূচিকে অরাজনৈতিক বলে দাবি করা হলেও পুলিশের পক্ষ থেকে এর পিছনে রাজনৈতিক উস্কানির অভিযোগ আনা হয়েছিল৷ শেষ পর্যন্ত এ দিনের বিক্ষোভ হিংসাত্মক রূপই নিল৷

কলকাতার কলেজ স্ট্রিট, স্ট্র্যান্ড রোড, হেস্টিংস, হাওড়া স্টেশন, ফোরশোর রোড, সাঁতরাগাছি সহ বিভিন্ন জায়গা থেকে এ দিন মিছিল করে নবান্নের দিকে এগনোর চেষ্টা করেন বিক্ষোভকারীরা৷ রাজনৈতিক কোনও পতাকা না থাকলেও মিছিলে অর্জুন সিং, অগ্নিমিত্রা পাল সহ বিজেপির একাধিক নেতা, জনপ্রতিনিধিদের দেখা গিয়েছে৷ বিক্ষোভকারীদের অনেকের হাতেই ছিল জাতীয় পতাকা৷ সবকটি মিছিলকেই ব্যারিকেড তৈরি করে আটকানোর চেষ্টা করে পুলিশ৷ কিন্তু বিক্ষোভকারীরা ব্যারিকেড ভাঙার চেষ্টা করতেই ব্যবহার করা হয় জলকামান, কাঁদানে গ্যাস, শুরু হয় লাঠিচার্জ৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
'আসছে বছর আবার হবে'! দিঘার সমুদ্রে বিলীন দেবী দুর্গা, ঢেউয়ের গর্জনে মিশল বিদায়ের সুর
আরও দেখুন

পাল্টা বিক্ষোভকারীরাও পুলিশকে লক্ষ্য করে হাওড়ার ফোরশোর রোড সহ একাধিক জায়গায় ইট ছোড়ে বলে অভিযোগ৷ পাল্টা ইট ছুড়েছে পুলিশও৷ হাওড়ায় মাথা ফেটেছে চ্যাটার্জিহাট থানার আইসি-র৷ এমন কি ব্যারিকেড ভেঙে নবান্নের কার্যত দোরগোড়ায় পৌঁছে যান বিক্ষোভকারীদের একাংশ৷

বাংলা খবর/ খবর/কলকাতা/
Nabanna Abhijan clash: জলকামানের জল শেষ, পুলিশকর্মীকে ঘিরে ধরে মার! নবান্ন অভিযান ঠেকাতে হিমশিম পুলিশ
Open in App
হোম
খবর
ফটো
লোকাল