TRENDING:

West Bengal News: সোনার ডেলিভারি করতে এসে সোনা'ই চুরি, তারপর সোজা রাজস্থান! এ কী কাণ্ড সল্টলেকে

Last Updated:

West Bengal News: সল্টলেকের এফসি ব্লকের বাসিন্দা এক ব্যক্তি গত ২৮ মার্চ বিধাননগর দক্ষিণ থানায় অভিযোগ করেন যে বড়বাজার এলাকার একটি সোনার দোকানে সোনার গয়না তিনি অর্ডার করেন।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: সোনার ডেলিভারির নামে চুরি, গ্রেফতার ডেলিভারি বয়। সল্টলেকে ডেলিভারি করতে এসে চুরির ঘটনাটি ঘটে বলে অভিযোগ। অভিযুক্ত পবন কুমার মিশ্রকে গ্রেফতার করল বিধাননগর দক্ষিণ থানার পুলিশ।
প্রতীকী ছবি
প্রতীকী ছবি
advertisement

সল্টলেকের এফসি ব্লকের বাসিন্দা এক ব্যক্তি গত ২৮ মার্চ বিধাননগর দক্ষিণ থানায় অভিযোগ করেন যে বড়বাজার এলাকার একটি সোনার দোকানে সোনার গয়না তিনি অর্ডার করেন। ১৬ এপ্রিল সেই গহনা তার বাড়িতে ডেলিভারি করতে আসে পবন কুমার মিশ্র নামের ডেলিভারির এক যুবক। তবে সেই সময় ডেলিভারি পার্সেলের প্যাকেট ছেঁড়া দেখে সন্দেহ হয় ওই ব্যক্তির। সেই সময় তিনি দোকানে বিষয়টি জানিয়ে প্রোডাক্টটি ফেরত পাঠিয়ে দেন।

advertisement

আরও পড়ুন: ফের নতুন চাপে অনুব্রত মণ্ডল, হাই কোর্টে দায়ের আরও এক মামলা! এবার কী বিষয়?

তবে দোকান মালিকের দাবি ডেলিভারির ছেলেটি যখন দোকানে ফেরে তখন সে জানায় গ্রাহক পর্সেলটি নিয়ে নিয়েছেন। পরে ফোন করে দোকানদার জানতে পারে ডেলিভারি ফেরত পাঠিয়েছেন গ্রাহক। এরপর তাকে আবারও জিজ্ঞাবাদ করলে পবন জানায় বাসে যাতায়াত করার সময় পার্সেল চুরি হয়ে গেছে। এরপর থেকেই দোকানের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন করে কলকাতা ছেড়ে রাজস্থান পালিয়ে যায় ওই অভিযুক্ত।

advertisement

আরও পড়ুন: নির্দেশ মানেননি, মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদীর বিরুদ্ধে আদালত অবমাননার রুল জারি!

সেরা ভিডিও

আরও দেখুন
দিঘায় তো অনেকবার এসেছেন! কিন্তু জানেন কি দিঘায় প্রথম খাবারের হোটেল কোনটি বলতে পারলে আপনি
আরও দেখুন

অবশেষে ওই অভিযুক্ত কলকাতায় ফিরেছে খবর পেয়ে দোকানের মালিক তাকে নিয়ে সল্টলেকের এফ সি ব্লকের বাড়িতে গিয়ে বিষয়টি জানতে পারেন। এরপরই দোকানের মালিক বিধাননগর দক্ষিণ থানার দ্বারস্থ হয়। পুলিশ অভিযুক্ত পবন কুমার মিশ্রকে গ্রেফতার করে। পুলিশ সূত্রে খবর, পবন সেই সোনার গহনা চুরি করে পালিয়ে যায়। আজ অভিযুক্তকে বিধাননগর আদালতে তোলা হবে। পুলিশ তাকে নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন জানাবে বলে পুলিশ সূত্রে খবর। সে সেই সোনা কাকে বিক্রি করেছে সেই বিষয়ে তদন্ত করছে বিধাননগর দক্ষিণ থানার পুলিশ।

advertisement

বাংলা খবর/ খবর/কলকাতা/
West Bengal News: সোনার ডেলিভারি করতে এসে সোনা'ই চুরি, তারপর সোজা রাজস্থান! এ কী কাণ্ড সল্টলেকে
Open in App
হোম
খবর
ফটো
লোকাল