আরও পড়ুন: কলকাতা পুরসভা নির্বাচনের ফলাফল, জানুন লাইভ আপডেট
২০১৫ সালে পুরভোটের ফলে কলকাতা পুরসভায় ১৫টি আসন পেয়েছিল বামেরা। বিজেপি জিতেছিল সাতটি আসনে, কংগ্রেস পাঁচটি আসনে ও অন্যরা জিতেছিল তিনটি আসনে। ১১৪টি আসনে জয় পেয়ে কলকাতা পুরবোর্ড গঠন করেছিল তৃণমূল। এ বারে পরিস্থিতি একেবারে আলাদা। আগে ভোট হত বিধানসভা নির্বাচনের আগে, এ বারে ভোট হচ্ছে বিধানসভা নির্বাচনের পরে। বিধানসভা ভোটে বিপুল জয় পেয়েছে তৃণমূল। সেই ভোটের প্রভাব পড়বে কলকাতা পুর নির্বাচনে, এমনই মনে করা হচ্ছে। তবে বিরোধী দলগুলি বলছে, ভাল ফল হওয়ার আশা করছেন তাঁরাও।
advertisement
আরও পড়ুন: ছোট লালবাড়ির দখল নেবে কে? কড়া পুলিশি প্রহরায় পুরভোটের গণনার প্রস্তুতি তুঙ্গে..
মঙ্গলবার সকাল থেকেই বিভিন্ন গণনা কেন্দ্রের বাইরে চূড়ান্ত প্রস্তুতি চোখে পড়ল। সকাল সাড়ে সাতটা নাগাদ প্রায় সমস্ত গণনা কেন্দ্রের স্ট্রং রুম খোলা শুরু হয়। একে একে ত্রিস্তরীয় নিরাপত্তা বলয় পেরিয়ে প্রবেশ করতে শুরু করেন বিভিন্ন দলের কাউন্টিং এজেন্টরা। করা হয় ভিডিওগ্রাফি। কলকাতা পুরভোটের গণনা কেন্দ্র হিসাবে স্থির করা হয়েছে ১৬টি স্থানকে। মঙ্গলবার সর্বত্রই চেহারাটা একই রকম ছিল। এ বারে ভোটের ফল বিজয় উৎসব করার বিষয়ে কোনও নিষেধাজ্ঞা দেওয়া হয়নি বলে খবর। আর কয়েকঘণ্টা বাদেই বোঝা যাবে, ঠিক কারা, কোথায় মাতবেন বিজয় উৎসবে।