TRENDING:

Police action at Karunamoyee: ইতিউতি পড়ে পোস্টার, স্বাভাবিক যান চলাচল, মধ্যরাতের অপারেশনের পর করুণাময়ীতে দীর্ঘশ্বাস

Last Updated:

Police action at Karunamoyee: করুণাময়ী থেকে টেট আন্দোলনকারীদের জোর করে তুলে দেওয়ার প্রতিবাদে শুক্রবার সকাল থেকে রাজ্য জুড়ে আন্দোলনে নামার ডাক দিল বাম এবং বিজেপি নেতৃত্ব৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: করুণাময়ীর যে জায়গায় গত তিন দিন ধরে চলছিল আন্দোলন, সকালে সব শুনশান৷ মধ্যরাতের অপারেশন শেষে করুণাময়ী যেন এখন দীর্ঘশ্বাস ফেলছে। ইতিউতি পড়ে আছে কিছু পোস্টার৷ বসার খবরের কাগজ৷ বৃহস্পতিবার রাত যত বাড়ছিল, করুণাময়ীতে ততই বাড়ছিল উত্তেজনা। শেষমেশ রাস্তা খালি করতে মধ্যরাতে অভিযানে নামে পুলিশ। কার্যত টেনে হিঁচড়ে, পাঁজাকোলা করে চাকরিপ্রার্থীদের বাসে এবং প্রিজন ভ্যানে তুলতে শুরু করেন বিধাননগর পুলিশ কমিশনারেটের পুলিশ কর্মীরা। তিনটি বাসে ঠাসাঠাসি করে ঢুকিয়ে আন্দোলনকারীদের আটক করে নিয়ে যাওয়া হয়। ভোরের দিকে নিউটাউন থানায় থাকা চাকরিপ্রার্থীরা ছাড়া পেলেও আন্দোলনের মূল তিন নেতার হদিশ নেই এখনও৷ অভিযোগে সরব চাকরিপ্রার্থীরা৷ করুণাময়ীতে এখন প্রচুর পুলিশ মোতায়েন রয়েছে। যান চলাচলও স্বাভাবিক হয়েছে। কিন্তু গভীর রাতে বিক্ষোভকারীদের উঠিয়ে দেওয়ার পর যাতে কোনও অশান্তি না হয়, তাই আজও বিশাল সংখ্যায় পুলিশ মোতায়েন সকাল থেকেই। শিয়ালদহ স্টেশনের বাইরের চত্বরেও পুলিশ মোতায়েন করা হয়েছে।
শান্ত করুণাময়ী
শান্ত করুণাময়ী
advertisement

এদিকে, করুণাময়ী থেকে টেট আন্দোলনকারীদের জোর করে তুলে দেওয়ার প্রতিবাদে শুক্রবার সকাল থেকে রাজ্য জুড়ে আন্দোলনে নামার ডাক দিল বাম এবং বিজেপি নেতৃত্ব৷ বিজেপি নেত্রী এবং বিধায়ক অগ্নিমিত্রা পালের হুঁশিয়ারি, শুক্রবার সকাল থেকে গোটা রাজ্য স্তব্ধ করে দেওয়া হবে৷ এদিন দুপুর একটায় বিজেপির রাজ্য অফিস থেকে মিছিল করবে বিজেপি যুব মোর্চা। আন্দোলনকারীদের তুলে দেওয়ার ছবি পোস্ট করে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার লিখেছেন, ''পশ্চিমবঙ্গের মানবিক মুখ্যমন্ত্রীর অমানবিক রূপ।''

advertisement

আরও পড়ুন: বাসের নীচে শুয়ে আত্মহত্যার চেষ্টা আন্দোলনকারীদের, মধ্যরাতে করুণ দৃশ্য করুণাময়ীতে

বৃহস্পতিবার গভীর রাতে করুণাময়ীতে ২০১৪ এবং ২০১৭-র টেট আন্দোলনকারীদের জোর করে তুলে দেয় পুলিশ৷ পুলিশি অভিযানের ইঙ্গিত পেয়ে আগে থেকেই সেখানে জড়ো হতে শুরু করেন বাম, বিজেপি এবং কংগ্রেসের নেতারা৷ বামেদের পক্ষ থেকে ঘটনাস্থলে পৌঁছন যুব নেত্রী মীনাক্ষী মুখোপাধ্যায়৷ বিজেপি-র পক্ষ থেকে ঘটনাস্থলে যান অগ্নিমিত্রা পাল সহ অন্যান্য নেতারা৷ এ ছাড়াও ঘটনাস্থলে যায় কংগ্রেসের প্রতিনিধি দল৷

advertisement

আরও পড়ুন: সকাল থেকেই বাংলা স্তব্ধ করার হুঁশিয়ারি বিজেপি-র, রাজ্য জুড়ে প্রতিবাদে বামেরাও

সেরা ভিডিও

আরও দেখুন
শ্মশানের সামনে ভূত-প্রেতের নাচ! বছরের পর বছর ধরে চলছে গা ছমছমে রেওয়াজ
আরও দেখুন

প্রায় ৮৪ ঘণ্টা ধরে অবস্থান এবং অনশন চালাচ্ছিলেন টেট উত্তীর্ণ চাকরিপ্রার্থীরা৷ অবিলম্বে নিয়োগের দাবিতে গত তিন দিনেরও বেশি সময় ধরে বিক্ষোভ দেখাচ্ছিলেন তাঁরা৷ বৃহস্পতিবার রাত সাড়ে বারোটা নাগাদ আন্দোলনকারীদের জোর করে তুলে দেয় পুলিশ৷ কার্যত চ্যাংদোলা করে প্রিজন ভ্যানে তুলে দেওয়া হয় চাকরিপ্রার্থীদের৷ ধস্তাধস্তিতে অসুস্থ হয়ে পড়েন বেশ কয়েকজন আন্দোলনকারী৷ এর প্রতিবাদেই সরব হন বিরোধী দলের নেতা নেত্রীরা৷ বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পাল হুঁশিয়ারি দিয়ে বলেন, 'আমরা কাল সকাল থেকে গোটা রাজ্য স্তব্ধ করে দেবো৷ এত রাতে কেন মহিলাদের গায়ে হাত দিল পুলিশ৷ কাল সকালেই আমাদের আদালতে যাওয়ার কথা৷ আদালত কী রায় দেয়, সেই ভয়েই মাঝ রাতে এভাবে আন্দোলনকারী সরিয়ে দিল৷' বামফ্রন্টের তরফেও জানানো হয়েছে, পুলিশের এই বলপ্রয়োগের বিরুদ্ধে গোটা রাজ্য জুড়ে প্রতিবাদ করা হবে৷

advertisement

বাংলা খবর/ খবর/কলকাতা/
Police action at Karunamoyee: ইতিউতি পড়ে পোস্টার, স্বাভাবিক যান চলাচল, মধ্যরাতের অপারেশনের পর করুণাময়ীতে দীর্ঘশ্বাস
Open in App
হোম
খবর
ফটো
লোকাল