বাংলার ভোটযুদ্ধের ময়দানে মোদি-মমতা (Mamata Banerjee)দ্বৈরথ জমে উঠেছে৷ প্রতি দফার ভোটের সকালে প্রধানমন্ত্রী নিয়ম করে ট্যুইট করছেন৷ এবং বাংলার মানুষের মন জয়ে তিনি বাংলা ভাষাতেই (Narendra Modi tweets in Benfali) করছেন ট্যুইট৷ বাঙালিদের আরও কাছে পৌঁছতেই মোদির এই চাল বলে মনে করছে বিশেষজ্ঞ মহল৷ কখনও মহিলাদের ভোট দিতে উৎসাহ দিচ্ছেন, কখনও প্রথমবার ভোটদাতাদের তো কখনও সবাই মিলে শান্তিতে ভোট দানের বার্তা উঠে আসছে তাঁর ট্যুইটে৷ বাংলার পঞ্চম দফার ভোটেও সেই ধারা বজায় থাকল৷
advertisement
এই দফায় নির্বাচন হবে ৬ জেলার ৪৫টি আসনে। ২০১৬ সালের বিধানসভা নির্বাচনের নিরিখে এই দফাগুলিতে পায়ের তলায় মাটিই ছিল না বিজেপির। তৃণমূল শক্তি প্রমাণ করতে পেরেছিল ভালভাবেই। কিন্তু ক্রমেই লোকসভায় হাওয়া বদলেছে। এই ৪৫টি বিধানসভা কেন্দ্রের ২২টিতে ২০১৯ লোকসভায় এগিয়ে গিয়েছিল বিজেপি। তাহলে কি বিজেপি এই আসনগুলিতে পা রাখতে চলেছে? পর্যবেক্ষকদের মত, পরিস্থিতি আলাদা, ভোটের শর্তাশর্তও বদলেছে। জোরদার টক্করেরই ইঙ্গিত দিচ্ছেন তাঁরা। এর উত্তর সময় বলবে৷ তার জন্য অপেক্ষা ২ মে পর্যন্ত৷