রাজ্য বিজেপি সূত্রে জানা গিয়েছে, মোদি ১৮ জুলাই বঙ্গ সফরে আসছেন। ওই একই দিনে বিহারে বেশ কিছু কর্মসূচী রয়েছে প্রধানমন্ত্রীর। রাজ্য বিজেপি সভাপতি শমীক ভট্টাচার্য জানিয়েছেন, ১৮ জুলাই দুপুরে মোদির বিমান অন্ডাল বিমান বন্দরে অবতরণ করবে। সেখান থেকে প্রধানমন্ত্রী সোজা যাবেন নেহেরু স্টেডিয়ামে। সেখানেই এক জনসভায় ভাষণ দেবেন মোদি।
আরও পড়ুন: ‘মা’ হওয়ার সঠিক ‘বয়স’ কত…? কোন বয়সে মা হলে ‘পারফেক্ট’ জানেন? উত্তর বলে দিলেন গাইনোকোলজিস্ট
advertisement
রাজনৈতিক শিবিরের ধারণা ২৬-এর বিধানসভা নির্বাচনকে সামনে রেখে দলীয় সাংগঠনকে শক্তিশালী করা ও ২০২৬ সালের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে প্রস্তুতির বার্তা দেওয়ার লক্ষ্যেই মোদির এই বঙ্গ সফর। বিজেপি সূত্রে প্রধানমন্ত্রীর সফরের নির্ঘণ্ট প্রকাশ করে জানানো হয়েছে, আগামী শুক্রবার বেলা ১,৪৫ এর বিমানে বিহারের দারভাঙা বিমানবন্দর থেকে দুর্গাপুরের উদ্দেশ্যে রওনা দেবেন তিনি। বেলা ২,৪৫ নাগাদ দুর্গাপুরের অন্ডাল বিমানবন্দরে নেমে সেখান থেকে সড়কপথে পরবর্তী সরকারি প্রোগ্রামের উদ্দেশ্যে রওনা দেবেন প্রধানমন্ত্রী।
বেলা তিনটা থেকে সাড়ে তিনটে পর্যন্ত দুর্গাপুরে বিভিন্ন সরকারি প্রকল্প উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। ৩,৪০ নাগাদ উপস্থিত হবেন নেহেরু স্টেডিয়াম দুর্গাপুরে জনসভায়। এরপর বিকেল পাঁচটা নাগাদ দুর্গাপুর বিমানবন্দর থেকে দিল্লির উদ্দেশ্যে রওনা দেবেন তিনি।
বিজেপি নেতৃত্বের মতে, ২১ জুলাইয়ের ঠিক আগে মোদির এই সভা বিজেপির শক্তি প্রদর্শনের নিরিখে বেশ তাৎপর্যপূর্ণ হতে চলেছে। এই প্রসঙ্গে রাজ্য বিজেপির শীর্ষ নেতাদের দাবি, মোদির এই সফর দলের কর্মীদের মনোবল যেমন বাড়াবে এবং তেমনই ২০২৬-এর বিধানসভা নির্বাচনের প্রস্তুতির বার্তাও দেবেন প্রধানমন্ত্রী।
এই প্রসঙ্গে বিজেপির রাজ্য সাধারণ সম্পাদক জগন্নাথ চট্টোপাধ্যায় জানিয়েছেন, “এটি প্রধানমন্ত্রী মোদির রুটিন সফর হলেও, রাজ্যে রাজনৈতিক বার্তা দেওয়ার গুরুত্ব এই সফরে রয়েছে। আমরা চাই ২১ জুলাইয়ের আগে বাংলার মাটিতে একটি শক্তিশালী বার্তা যাক।” অন্যদিকে এই সভায় দিলীপ ঘোষের উপস্থিতি নিয়েও নজর থাকবে বাংলার রাজনৈতিক মহলের।