TRENDING:

Duare Ration: 'পরিকাঠামো নেই, দুয়ারে রেশন অসম্ভব!' শুরুর আগেই আদালতে পৌঁছল জনপ্রিয় প্রকল্প

Last Updated:

Duare Ration: এবার আদালতে পৌঁছে গেল 'দুয়ারে রেশন প্রকল্প'। "দুয়ারে রেশন " প্রকল্পকে চ্যালেঞ্জ করে আদালতের দ্বারস্থ রেশন ডিলারদের একাংশ। তাঁদের অভিযোগ, এই প্রকল্প কেন্দ্রীয় আইনের পরিপন্থী।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: উৎসবের মরসুম এসে গেল, আর তার মধ্যেই চলতি মাসের দ্বিতীয় সপ্তাহে চালু হতে চলেছে দুয়ারে রেশন প্রকল্প (Duare Ration Sceme)। পাইলট প্রজেক্ট হিসাবেই দুয়ারে রেশন প্রকল্প কাজ শুরু করছে রাজ্য সরকার। তবে বেশ কিছু বিষয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত গৃহীত হয়নি বলেই জানিয়েছেন রেশন ডিলারদের সংগঠন। তবে, ইতিমধ্যেই প্রতি কুইন্টালে ৫০ টাকা কমিশন বাড়িয়েছে রেশন ডিলারদের সংগঠন (Ration Dealers Association)। বায়োমেট্রিক করতে হলে মিলবে কুইন্টাল প্রতি আরও ২৫ টাকা। এই পরিস্থিতিতে এবার আদালতে পৌঁছে গেল 'দুয়ারে রেশন প্রকল্প'। "দুয়ারে রেশন " প্রকল্পকে চ্যালেঞ্জ করে আদালতের দ্বারস্থ রেশন ডিলারদের একাংশ। তাঁদের অভিযোগ, এই প্রকল্প কেন্দ্রীয় আইনের পরিপন্থী।
advertisement

আদালতে জনস্বার্থ মামলা দায়ের করে তাঁরা অভিযোগ করেছেন, এই প্রকল্পের কোনও বিজ্ঞপ্তি জারি হয়নি। বাড়ি গিয়ে রেশন দেওয়া আইন বিরুদ্ধ। সেই পরিকাঠামো রেশন ডিলারদের নেই। মামলাকারী ডিলারদের দাবি, আইন অনুযায়ী রেশন প্রাপক দোকানে এসে রেশন নেবেন এটাই নিয়ম। বাড়ি গিয়ে রেশন দেওয়ার জন্য ডিলারদেরই গাড়ির খরচ, প্রচারের খরচ এবং সংরক্ষণের খরচ বহন করতে হবে বলে জানিয়েছে সরকার। এই বিপুল খরচ তারা বহন করতে পারবেন না বলে দাবি করেছেন ডিলারদের একাংশ।

advertisement

আদালতে তাঁদের আরও দাবি, এত লোকবল তাদের নেই। তাঁরা জানিয়েছেন, দিল্লিতেও এই ধরনের প্রকল্প আনার চেষ্টা হয়েছিল, কিন্তু কেন্দ্রীয় সরকার তাতে অনুমোদন দেয়নি। যদিও রাজ্যের তরফে পাল্টা যুক্তি দিয়ে বলা হয়েছে, প্রাপকের সুবিধার্থে তারা আইন সংস্কার করতেই পারেন। এতে ডিলারের অধিকার ক্ষুন্ন হয় না।

তাছাড়া, রাজ্যের নির্দেশ মেনে চলতে ডিলাররা বাধ্য। পরিবহন এবং অন্যান্য খরচ বহন করতে সাহায্য করছে বলে দাবি রাজ্যের। আদালতে এদিন আরও জানানো হয়, এটা একটা পরীক্ষামূলক প্রকল্প, শুধু সেপ্টেম্বর মাসের জন্য। প্রকল্পের গ্রহনযোগ্যতা দেখে বাকি সিদ্ধান্ত পরে নেওয়া হবে।আগামীকাল মামলার ফের শুনানি রয়েছে। বিচারপতি অমৃতা সিনহার বেঞ্চে হবে শুনানি।

advertisement

আরও পড়ুন: কমিশন বাড়ল ৩১০০ রেশন ডিলারের, মিলবে গাড়ি কেনার সাহায্য! চলতি মাসেই রাজ্যে 'দুয়ারে রেশন'...

বস্তুত এখন ডিলাররা কমিশন (Commission) পান প্রতি কুইন্টালে ৭৫ টাকা করে৷ ডিলারদের দাবি ছিল সব মিলিয়ে ২০০ টাকা কমিশন। সেটি হয়েছে আপাতত ১২৫ টাকা। তবে কমিশন বাড়লেও এখনও সন্তুষ্ট নন রেশন ডিলারদের সংগঠন (Ration Dealers Association)। তাছাড়া রেশন ঘরে ঘরে নিয়ে পৌঁছে দেওয়ার জন্য যে গাড়ি প্রয়োজন, তার অর্থ কে দেবে তা নিয়েও শুরু হয়েছে মতান্তর। রেশন ডিলার ফেডারেশনের সাধারণ সম্পাদক বিশ্বম্ভর বসু এ বিষয়ে জানিয়েছেন, "ব্যাঙ্ক থেকে ধার করা টাকায় গাড়ি কিনব না আমরা। প্রায় ৩ থেকে ৪ লাখ টাকা খরচ করে রেশন ডিলারদের পক্ষে গাড়ি কেনা কোনওভাবেই সম্ভব নয়।"

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
ভাটিয়ালির সুরে ভাসছে জিয়াগঞ্জ! নিজের শহরের বাউল উৎসবে কী করলেন অরিজিৎ সিং?
আরও দেখুন

অপরদিকে, দুয়ারে রেশন প্রকল্প ভৌগোলিক কারণেই পাহাড়ের দুই জেলায় চালু করা হবে না। এমনকী সুন্দরবনের ব-দ্বীপের একাংশেও এ নিয়ে তৈরি হয়েছে জটিলতা। যেখানেই পণ্য সরবরাহ করা হোক না কেন, পণ্য মেপে, ই-পস মেশিনে নথিভুক্ত করে তবেই তা দেওয়া হবে গ্রাহকদের। ডিলারদের একাধিক বক্তব্য থাকলেও রাজ্যের খাদ্য দফতর বলছে, আগে প্রকল্প শুরু হোক। তারপরই সমস্যা বোঝা সম্ভব হবে। এ বিষয়ে খাদ্য মন্ত্রী রথীন ঘোষ জানিয়েছেন, "মাঠে নেমে তো আগে কাজ করা শুরু হোক। তারপর তো সমস্যা বোঝা যাবে। শুধু সমস্যা দেখতে গেলে তো কোনও কাজই হবে না।" প্রসঙ্গত, চলতি মাসেই রাজ্যের প্রায় ৩১০০ ডিলারদের নিয়ে চালু হবে দুয়ারে রেশন।

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
বাংলা খবর/ খবর/কলকাতা/
Duare Ration: 'পরিকাঠামো নেই, দুয়ারে রেশন অসম্ভব!' শুরুর আগেই আদালতে পৌঁছল জনপ্রিয় প্রকল্প
Open in App
হোম
খবর
ফটো
লোকাল