TRENDING:

'যৌন ব্যবসা একটা পেশা'! সামাজিক পরিচয়ে বাঁচতে চান যৌনকর্মীর সন্তানরা

Last Updated:

গতকাল যৌনকর্মীর সন্তানরা মানবাধিকার দিবসে নিজেদের অধিকারের কথা বারবার তুলে ধরেছে

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
v#কলকাতা: দেশের মধ্যে আর একটা দেশ। সেই দেশের মধ্যে বেড়ে ওঠে ওঁরা। ওঁরা চায় এই ভারতবর্ষের প্রতিটি গলি রাস্তা সবকিছু ওঁদের কাছে আপন হোক, পরিচয় হোক সাধারণ মানুষ হিসাবে। গতকাল বিশ্ব মানবাধিকার দিবসে তাঁরা সবাই সমবেত হয়েছিল।প্রত্যেক শিশু থেকে যুবক, তাঁরা তাঁদের নিজেদের অধিকার চায়। নিজেদের পরিচয় গোপন করতে চায় না। ওঁরা সবাই যৌনকর্মীদের সন্তান।
advertisement

গতকাল সোনাগাছির যৌনপল্লীতে বেশ বড় করে মঞ্চ বেঁধে সভা করল যৌনকর্মীর সন্তানেরা। তাঁদের পরিচয় কেউ গোপন রাখছে না। কেউ কলেজের গন্ডি পার করে আরও বৃহত্তর শিক্ষায় শিক্ষিত হচ্ছে। আর পাঁচটা ছেলেদের মতোই তাঁরা স্কুলে গিয়ে পরিচয় দিচ্ছে, সে যৌনকর্মীর সন্তান।

আরও পড়ুন : দুই বাংলার যুগলবন্দী! 'হাওয়া'-এর গানে বন্ধুত্বের সুর তুললেন অনির্বাণ-চঞ্চল

advertisement

যৌনকর্মীর সন্তান রতন , তিনি নিজেকে যৌনকর্মীর সন্তান বলে পরিচয় দিতে গর্ববোধ করেন। কারণ তাঁরা জানে এই সমাজ তাঁদের এই ছোট্ট পৃথিবীর বাইরে গেলেই অনেকটাই দূরত্ব বজায় রেখে চলে। অনেকে বন্ধু বলে মিশলেও মূল সময় একটু দূরে সরে যায়।  একটা সময় ছিল যৌনকর্মীর সন্তানরা সমাজের স্রোত থেকে বিচ্ছিন্ন হয়ে যেত। তাঁদের নাম অপরাধের খাতায় যুক্ত হত। এছাড়াও অনেক যৌনকর্মীর সন্তান রয়েছে যাঁরা ওই মায়ের রোজগারের টাকায় ডাক্তার কিংবা সমাজে প্রতিষ্ঠিত হয়েছিল। পরে কেউ মায়ের পরিচয় কোথাও দেননি।

advertisement

আরও পড়ুন : সোশ্যাল মিডিয়ায় ফের ‘‌কালারফুল’‌ মদন! বড় দিনের কেক মিক্সিং সেরিমনি ঘিরে উন্মাদনা কলকাতায়

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

গতকাল যৌনকর্মীর সন্তানরা মানবাধিকার দিবসে নিজেদের অধিকারের কথা বারবার তুলে ধরেছে। তাঁরা কোনওভাবে নিজেদের পরিচয় গোপন করতে চায় না। সমাজ তাঁদের মায়েদের ভাগ্যে ঘৃণা দিয়েছে। সেখান থেকে তাঁরা স্বীকৃতি আদায় করতে কঠিন সংকল্প নিয়েছে। গতকাল নয় ,আজও রতনরা কাঁধে কাঁধ মিলিয়ে একই কথা বলছে যৌন ব্যবসা একটা পেশা। তাদের এই সমাজের অধিকার রয়েছে। তাই তাঁরা প্রকৃত পরিচয় নিয়ে নিজেদের অধিকারে সমস্ত কিছুতে অংশগ্রহণ করতে চায়।

advertisement

বাংলা খবর/ খবর/কলকাতা/
'যৌন ব্যবসা একটা পেশা'! সামাজিক পরিচয়ে বাঁচতে চান যৌনকর্মীর সন্তানরা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল