একেবারে ব্রাত্য বসুর বাড়ির সামনেই বিষ খাওয়ার চেষ্টা করেছিলেন কয়েকজন। তবে পুলিশের দাবি, বিক্ষোভকারীদের বিষ খাওয়ার চেষ্টা বানচাল করে দেওয়া হয়েছে। বুধবার শারীর শিক্ষা চাকরিপ্রার্থীরা শিক্ষামন্ত্রীর সঙ্গে দেখা করতে চান। তাঁদের মধ্যে অনেকে জানান, তাঁদের চাকরির দাবি পূরণ না হলে শিক্ষামন্ত্রীর বাড়ির সামনে বিষ খাবেন।
আরও পড়ুন- স্বাস্থ্যের পক্ষে উপকারী খেজুর! বাজারে এর পরিচর্যা দেখলে আপনি আর খাবেন তো?
advertisement
বিক্ষোভকারীদের দাবি, তাঁরা তিন বছর ধরেও চাকরির দাবি জানালেও কেউ তাঁদের কথা শোনেনি। লেকটাউন থানাতে গিয়েও চাকরিপ্রার্থীরা বিক্ষোভ দেখান, স্লোগান দেন। পুলিশের সঙ্গে ধস্তাধস্তি হয়। আহত হয়েছেন চারজন বিক্ষোভকারী।
আরও পড়ুন- ভোটের আগেই তৃণমূলের দখলে দুই পুরসভা! পঞ্চায়েত ভোটের পুনরাবৃত্তি, সরব বিরোধীরা
এদিকে পুলিশ দাবি করেছে, বিষ নয়, বিক্ষোভকারীদের কাছে ছিল কাশির সিরাপ। মোট ২৫ জন আটক যশোহর রোড ও কালিন্দি মোড় থেকে আটক করা হয়। তাঁদের মধ্যে দুজন (এক জন পুরুষ ও একজন মহিলা) )বিষ খাওয়ার হুমকি দেন। তৎক্ষণাৎ পুলিস তাঁদের হাত থেকে দুটি কাশির সিরাপের বোতল উদ্ধার করেছে বলে জানা যায়।