TRENDING:

Fuel crisis in Bengal: পেট্রোল, ডিজেল শূন্য হতে পারে রাজ্যের একাধিক জেলা! বাংলাতেও জ্বালানি সঙ্কটের আশঙ্কা

Last Updated:

মঙ্গলবার থেকেই ট্যাঙ্কার চালকদের ধর্মঘটের জেরে হলদিয়ার ডিপো থেকে জ্বালানি সরবরাহ বন্ধ হয়ে গিয়েছে৷ বজবজ থেকেও কম সংখ্যক ট্যাঙ্কার বেরোচ্ছে৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: ট্রাক চালকদের ধর্মঘট এবং বিক্ষোভের জেরে এবার এ রাজ্যেও জ্বালানি সঙ্কটের আশঙ্কা৷ ইতিমধ্যেই রাজ্যের বেশ কয়েকটি জেলায় পেট্রোল পাম্প পেট্রোল, ডিজেল শূন্য হয়ে যাওয়ার মুখে৷ জ্বালানি সঙ্কটের খবরে রাজ্যের পেট্রোল পাম্পগুলিতেও গাড়ির লম্বা লাইন বাড়ছে৷
জ্বালানি শূন্য হতে পারে রাজ্যের বহু পেট্রোল পাম্প৷ ফাইল ছবি, পিটিআই
জ্বালানি শূন্য হতে পারে রাজ্যের বহু পেট্রোল পাম্প৷ ফাইল ছবি, পিটিআই
advertisement

কেন্দ্রীয় সরকারের নতুন আইনে দুর্ঘটনার জন্য গাড়ি চালকদের বিরুদ্ধে কঠোর শাস্তি এবং জরিমানার বিধানের বিরুদ্ধে দেশ জুড়ে বিক্ষোভ শুরু করেছেন ট্রাক চালকরা৷ যার প্রভাব পড়েছে এ রাজ্যেও৷ ধর্মঘটে শামিল হয়েছেন পেট্রোল, ডিজেল বহনকারী ট্যাঙ্কারও৷ তাতেই জ্বালানি সঙ্কট দেখা দিয়েছে৷

আরও পড়ুন:  নাবালক দাদার সঙ্গে সম্পর্কে অন্তঃসত্ত্বা ১২ বছরের কিশোরী! গর্ভপাতের আর্জি খারিজ আদালতে

advertisement

পেট্রোল পাম্প মালিকদের সংগঠন সূত্রে খবর, বজবজ, মৌড়িগ্রাম, হলদিয়ার মতো ডিপোগুলি থেকেই মূলত কলকাতা এবং দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলার পেট্রোল পাম্পগুলিতে জ্বালানি সরবরাহ করে রাষ্ট্রায়ত্ত্ব তেল সংস্থাগুলি৷ মঙ্গলবার থেকেই ট্যাঙ্কার চালকদের ধর্মঘটের জেরে হলদিয়ার ডিপো থেকে জ্বালানি সরবরাহ বন্ধ হয়ে গিয়েছে৷ বজবজ থেকেও কম সংখ্যক ট্যাঙ্কার বেরোচ্ছে৷ আগামিকাল মৌড়িগ্রাম ডিপো থেকেও সরবরাহ বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে৷

advertisement

এই পরিস্থিতিতে আগামিকাল দুই মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়ার মতো জেলাগুলির পেট্রোল পাম্প পেট্রোল, ডিজেলের সঙ্কট দেখা দেওয়ার আশঙ্কা রয়েছে৷ প্রভাব পড়তে পারে দক্ষিণবঙ্গে এবং উত্তরবঙ্গের জেলাগুলিতেও৷ জ্বালানি সঙ্কটের আশঙ্কার খবর ছড়িয়ে পড়তেই মঙ্গলবার রাত থেকে কলকাতা এবং হাওড়ার বিভিন্ন পাম্পেও তেল ভরার জন্য গাড়ি এবং বাইকের ভিড় বেড়েছে৷

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

শেষ পর্যন্ত জ্বালানি সঙ্কট আরও বড় আকার ধারণ করলে তার প্রভাব গণ পরিবহণ থেকে শুরু করে জরুরি অন্যান্য পণ্য সরবরাহেও পড়ার আশঙ্কা রয়েছে৷ ইতিমধ্যেই মুম্বাইয়ে বহু পাম্প পেট্রোল শূন্য হয়ে পড়েছে, ফল সবজির জোগানেও টান পড়েছে দেশের বাণিজ্য নগরীতে৷

advertisement

বাংলা খবর/ খবর/কলকাতা/
Fuel crisis in Bengal: পেট্রোল, ডিজেল শূন্য হতে পারে রাজ্যের একাধিক জেলা! বাংলাতেও জ্বালানি সঙ্কটের আশঙ্কা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল