গত আট দিনে এই নিয়ে সাত বার পেট্রোল এবং ডিজেলের দাম বাড়তে চলেছে৷ পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধির বিরুদ্ধে আজ এবং আগামিকাল ৪৮ ঘণ্টার দেশব্যাপী ধর্মঘটের ডাক দিয়েছে বিভিন্ন শ্রমিক সংগঠন৷ তার মধ্যেও ফের আরও এক দফা পেট্রোল- ডিজেলের দাম বাড়ানো হল৷
আরও পড়ুন: লক্ষ্য পঞ্চায়েত ভোট, ডায়মন্ড হারবারের জন্য বড় পদক্ষেপ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের!
advertisement
পেট্রোল- ডিজেল এবং রান্নার গ্যাসের মূল্যবৃদ্ধি নিয়ে এ দিন কেন্দ্রীয় সরকারকে তীব্র আক্রমণ করেছেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়৷ ২০১৯ সালের মার্চ মাসের সঙ্গে ২০২২ সালের মার্চ মাসে পেট্রোল, ডিজেল এবং রান্নার গ্যাসের দামের ফারাক তুলে ধরে কেন্দ্রকে দায়ী করেছেন তৃণমূল সাংসদ৷
ট্যুইটারে অভিষেক লিখেছেন, 'যাঁরা বড় বড় ভাষণ দেন, জুমলাবাজ, প্রতিশ্রুতি ভঙ্গকারী এবং ঘৃনা ছড়ান- তাদের জন্য বিষয়টি সহজ করে তুলে ধরা যাক৷ বেলাগাম মূল্যবৃদ্ধির মাধ্যমেই বিজেপি বুঝিয়ে দিচ্ছে তারা দেশের মানুষের জন্য কতটা ভাবে৷ সুশাসনের নামে প্রধানমন্ত্রী আমাদের জীবনকে দুর্বিষহ করে তুলেছেন৷ '
ট্যুইটারে পরিসংখ্যান দিয়ে অভিষেক দাবি করেছেন, ২০১৯ সালের মার্চ মাসে যেখানে গোটা দেশে ভোজ্য তেলের গড় দাম ছিল ১০০.৮০ টাকা, সেখানে চলতি বছরের মার্চ মাসে তা বেড়ে হয়েছে ১৮০ টাকা৷ একই ভাবে পরিসংখ্যান দিয়ে পেট্রোল, ডিজেল এবং রান্নার গ্যাসেরও মূল্যবৃদ্ধির হার বুঝিয়ে দিয়েছেন অভিষেক৷