নতুন দাম অনুযায়ী, বুধবার আরও ৮৪ পয়সা বাড়তে চলেছে পেট্রোলের দাম৷ ফলে কলকাতায় এক লিটার পেট্রোলের দাম পড়বে ১১৫.১২ টাকা৷ লিটার পিছু ৮১ পয়সা দাম বেড়ে ডিজেলের নতুন মূল্য হচ্ছে ৯৯.৮৩ টাকা৷
আরও পড়ুন: রাস্তায় ক্রমশ কমছে সরকারি বাস! কিন্তু কেন? চমকে দেবে আসল কারণ!
মঙ্গলবারই অবশ্য পুরুলিয়া, কোচবিহার সহ রাজ্যের মোট ছ'টি জেলায় ডিজেলের দাম একশো পার করেছে৷ দেশের বিভিন্ন প্রান্তে আগেই ১০০ পার করেছিল ডিজেল৷ পেট্রোলের দাম তো সর্বকালীন রেকর্ড ভেঙেছে৷ প্রতিদিন পেট্রোল- ডিজেলের দাম বাড়বে, এটাই এখন অলিখিত নিয়ম হয়ে দাঁড়িয়েছে৷
advertisement
পেট্রোল- ডিজেলের দাম নিয়ে সংসদে সরব হয়েছেন বিরোধীরা৷ নিত্যপ্রয়োজনীয় জিনিসের মূল্যবৃদ্ধিতে কার্যত দিশেহারা অবস্থা আমজনতার৷ কিন্তু সরকারের মুখে কুলুপ৷ পাঁচ রাজ্যে নির্বাচনের পর জ্বালানির মূল্যবৃদ্ধির আশঙ্কা ছিল৷ কিন্তু তা যে টি টোয়েন্টি ক্রিকেট ম্যাচের স্কোরের মতোই এরকম লাফিয়ে লাফিয়ে রোজ বাড়বে, তা বিশেজ্ঞরাও হয়তো কল্পনা করতে পারেননি৷ পেট্রোল- ডিজেলের দাম কোথায় গিয়ে থামে, সেটাই এখন কৌতূহলের বিষয় হয়ে দাঁড়িয়েছে!