এই সমীক্ষার রিপোর্টে বলা হয়েছে- জমা জল,আবর্জনা পরিষ্কার না হওয়া,খোলা পাত্রে মশার লার্ভা জন্ম নেওয়ার মতো ঘটনা জেলায় জেলায় চোখে পড়ার মতো। পাশাপাশি মশা নিধন কর্মসূচি সঠিক ভাবে পালিত হচ্ছে না। স্বাস্থ্য কর্মী এবং মশার নিধনকারী কর্মীদের মধ্যে সংযোগ এর অভাব থাকছে। ফলে মশাবাহিত রোগের (Malaria and Dengue outbreak|) উপযুক্ত পরিস্থিতি তৈরি হয়েই আছে। জেলা ধরে ধরে তথ্য উঠে এসেছে এই সমীক্ষায়। যেমন-
advertisement
আরও পড়ুন-জম্মু কাশ্মীর- লাদাখ ভারতের অবিচ্ছেদ্য অংশ ছিল, থাকবে! ইমরানকে কড়া দিল ভারত
- হুগলি জেলার রিষরা পৌরসভার ২ নং ওয়ার্ডের বস্তি এলাকা,অত্যন্ত বিপজ্জনক,এখানে মানুষের জল জমতে রাখার প্রবণতা বেশি। সেই পাত্রতে মশার জন্ম হচ্ছে। এখানে গত ১ মাসে ৯ জনের ডেঙ্গি ধরা পড়েছে।
- আলিপুরদুয়ারের কুমারগ্রাম ব্লক,সংকোশ গ্রাম পঞ্চায়েত এলাকায় ম্যালেরিয়ার মশার বাড়বাড়ন্ত হয়েছে। এই জেলার কালচিনি ব্লকের পরিস্থিতি উদ্বেগজনক।
- পশ্চিম বর্ধমান জেলার রানীগঞ্জ সেয়ারসোল , রাজবাড়ী,বাস্কেট পাড়া এলাকায় মশা দূরীকরণ টিম বা ভেক্টর কন্ট্রোল টিম একদম কাজ করছে না, উদ্বেগজনক এই রিপোর্টও উঠে এসেছে।
- আসানসোল পুরসভার ৪৫ নম্বর ওয়ার্ড, ডোম পাড়া - মশা নিধন কর্মসূচি কোন কিছু হয়নি, মানুষের মধ্যে সচেতনতাতা প্রচার কিছু করা হয়নি।
- বাঁকুড়া পৌরসভার ১৯ এবং ৭ নম্বর ওয়ার্ড, যেখানে সেখানে খোলা পাত্র পড়ে থাকছে, ফলে মশার লার্ভা উৎপন্ন হচ্ছে।
- বীরভূমের সাঁইথিয়া পৌরসভার ১ নম্বর ওয়ার্ড, যত্রতত্র খোলা পাত্র এবং নষ্ট হওয়া টায়ার-টিউব পড়ে থাকছে।
- দার্জিলিং জেলার শিলিগুড়ি পুরসভার 4 নম্বর ওয়ার্ড, আদর্শ নগর এলাকা - খোলা পাত্র পড়ে থাকায় মশা উৎপন্ন হচ্ছে।
- হাওড়া পুরসভা ৩১ নম্বর ওয়ার্ড - ম্যালেরিয়ার আঁতুড়ঘর, খোলা পাত্র, নর্দমা বন্ধ।
- উত্তর ২৪ পরগনা জেলার বরানগর পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের পরিস্থিতি উদ্বেগজনক।
- আমডাঙা ব্লকের পশ্চিম মীরহাটি-- বিভিন্ন জায়গায় জল জমা কারণে মশার বাড়বাড়ন্ত।
- দক্ষিণ ২৪ পরগনা জেলার বজবজ পৌরসভার ১১ এবং ৯ নম্বর ওয়ার্ডে মশা নিধনের কর্মসূচি ভালোভাবে হয়নি।
- মালদহ জেলার মোথাবাড়ি এবং কালিয়াচক ২ নম্বর ব্লকে যত্রতত্র জঞ্জাল পড়ে থাকায় মশার লার্ভা উৎপন্ন হচ্ছে।
- পুরুলিয়া জেলার রাঘবপুর, কাশিপুর, জয়পুর, পালাঞ্জা, হাদালদা, লায়েকদি, মনিহারা এলাকায় মশা নিধন কর্মসূচি এবং সচেতনতা করা হয়নি।
- দুর্গাপুর, ডানকুনি, হাওড়া, পানিহাটি, খড়দহ,বরানগর, কামারহাটি,দক্ষিণ দমদম, শেওড়াফুলি বহরমপুর,দুর্গাপুর, ভাটপাড়া, মেদিনীপুর, মহেশতলা,অশোকনগর কল্যাণগড় পৌরসভা এলাকায় প্রচুর পরিমাণে জঞ্জাল পড়ে থাকে, নিকাশি নালার নর্দমা প্রচুর পরিমাণে বন্ধ হয়ে আছে।
- পানিহাটি, বরানগর, দক্ষিণ দমদম,বোলপুর, দিনহাটা, বারুইপুর পৌরসভায় বিভিন্ন নির্মাণকার্য মশার লার্ভা উৎপন্ন হচ্ছে, যা কোনো রকম ভাবে আটকানোর চেষ্টা করা হচ্ছে না।
- হুগলি চন্ডীতলা ব্লক এর আয়না গ্রাম পঞ্চায়েত প্রচুর পরিমাণে জল জমে থাকছে, আগামী দিনে অত্যন্ত উদ্বেগজনক পরিস্থিতি সৃষ্টি হতে পারে।
- মধ্যমগ্রাম পৌরসভার ১২ নম্বর ওয়ার্ড ডেঙ্গু প্রবণ (Malaria and Dengue outbreak|) এলাকা হিসেবে চিহ্নিত করা হচ্ছে, জারি করা হচ্ছে হাই এলার্ট।
advertisement
advertisement
advertisement
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
September 25, 2021 8:14 AM IST