প্রসঙ্গত, টাওয়ার গ্রুপ সংক্রান্ত মামলায় আগেই নাম জড়িয়েছিল পিসি সরকার জুনিয়রের। এর আগে এই মামলাতেই সিবিআই তল্লাশি চালানো হয়েছিল পি সি সরকারের বাড়িতে। এবার ইডি দফতরে তলব করা হয়েছে তাঁকে। ইডি সূত্রের খবর, তাঁর বয়ান রেকর্ড করা হবে ফের।
আরও পড়ুন: বড়দিনের আগেই ব্যান্ডেল চার্চে ভয়ঙ্কর ঘটনা, চোখের জল ফেলছেন বহু মানুষ
advertisement
ইডি সূত্রে খবর, টাওয়ার গ্রুপ নিয়ে প্রথমে তদন্ত শুরু করেছিল সিবিআই। ওই কেন্দ্রীয় সংস্থার তরফে পি সি সরকারের মুকুন্দপুরের বাড়িতেও তল্লাশি চালানো হয়েছিল। পরে ওই একই মামলায় তদন্তভার নেয় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। সম্প্রতি টাওয়ার গ্রুপের কর্ণধার রমেন্দু চট্টোপাধ্যায়কে ইডি নিজের হেফাজতে নিয়েছে। তারপরই তলব করা হল পি সি সরকারকে।
আরও পড়ুন: আরও একটা পুলওয়ামা করার চেষ্টা? কাশ্মীরে শহিদ ৫ জওয়ান, এখনও চলছে গুলির লড়াই
আজ দুপুরে সল্টলেকের ইডি দফতরে আসেন জুনিয়র পিসি সরকার। ইডি সূত্রে খবর, তাকে টাওয়ার গ্ৰুপ চিটফান্ড মামলায় তলব করা হয়েছ। কয়েকদিন আগেই টাওয়ার গ্রুপ কর্তা রমেন্দু চট্টোপাধ্যায়কে হেফাজতে নেয় ইডি। টাওয়ার গ্রুপ চিট ফান্ড তদন্তে নাম উঠে আসে জুনিয়র পিসি সরকার এর। ইতিমধ্যেই একই মামলায়, সিবিআই তল্লাশি হয় জাদুকরের বাড়িতেও। এবার সেই মামলায় ইডির তলব তাঁকে।