এ দিন সিজিও কমপ্লেক্স থেকে বের করে জোকার ইএসআই হাসপাতালে নিয়ে যাওয়া হয় পার্থ চট্টোপাধ্যায়৷ আদালতের নির্দেশ মতো মেডিক্যাল টেস্ট করানো হয় তাঁর৷ হাসপাতালে ঢোকার সময়ই মন্ত্রিত্ব এবং দলীয় পদ হারানো নিয়ে পার্থর প্রতিক্রিয়া জানতে চান সাংবাদিকরা৷ জবাবে পার্থ দাবি করেন, তিনি ষড়যন্ত্রের শিকার৷ তবে কারা তাঁর বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে, বিশদে তা বলেননি রাজ্যের প্রাক্তন মন্ত্রী৷
advertisement
আরও পড়ুন: নির্দোষ প্রমাণ করুন, পার্থর ষড়যন্ত্রের অভিযোগে জবাব দুই তৃণমূল নেতার
মেডিক্যাল টেস্ট শেষে বেরনোর সময় ফের পার্থ চট্টোপাধ্যায়কে এ নিয়ে প্রশ্ন করেন সাংবাদিকরা৷ তখনই পার্থ বলেন, 'যারা ষড়যন্ত্ক করেছে তারা জানতে পারবেন৷'
এর পরেই তাঁর কাছে সাংবাদিকরা জানতে চান, দলের সিদ্ধান্তকে তিনি সমর্থন করেন কি না? জবাবে পার্থ বলেন, 'সময় বলবে৷' মুখ্যমন্ত্রী তাঁকে মন্ত্রিসভা থেকে অব্যাহতি দেওয়ার যে সিদ্ধান্ত জানিয়েছেন, তা নিয়েও পার্থ চট্টোপাধ্যায়ের প্রতিক্রিয়া জানতে চাওয়া হয়৷ মুখ্যমন্ত্রীর এই সিদ্ধান্তে অবশ্য সম্মতি জানান প্রাক্তন শিক্ষা মন্ত্রী৷
গতকাল প্রথমে পার্থ চট্টোপাধ্যায়কে মন্ত্রিত্ব থেকে সরানোর ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী৷ তার কয়েক ঘণ্টার মধ্যে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত পার্থ চট্টোপাধ্যায়কে দল থেকে সাসপেন্ড করার ঘোষণা করেন অভিষেক৷ এর পরেই এ দিন ষড়যন্ত্রের অভিযোগে সরব হন পার্থ৷