এরপরই তৃণমূলের প্রসঙ্গে বলতে গিয়ে তিনি বলেন, ''তৃণমূল কংগ্রেসের ২৫ তম প্রতিষ্ঠা দিবসে উপলক্ষে শুভেচ্ছা জানাচ্ছি। নতুন বছরের শুভেচ্ছা, অভিনন্দন জানাচ্ছি সকলকে।'' জোকা থেকে তারাতলা খুব শীঘ্রই চালু হবে মেট্রো, সেই বিষয় উল্লেখ করেও পার্থ বাবু বলেন, ''বেহালাবাসী, আমার অঞ্চলের বাসিন্দাদের শুভেচ্ছা জানাচ্ছি। জোকা থেকে তারাতলা পর্যন্ত বহু প্রতীক্ষিত মেট্রো তাড়াতাড়ি চালু হোক, এটাই চাই।''
advertisement
আরও পড়ুন: গরমের ছুটি ১০ দিন! পুজোয় কত? ২০২৩ সালে রাজ্যে কবে কবে স্কুলে ছুটি? দেখুন সম্পূর্ণ তালিকা
জেলে থাকাকালীন বারবারই পার্থ চট্টোপাধ্যায় দলের হয়েই মুখ খুলেছেন। এর আগে আদালতে পেশ করার সময় জানিয়েছিলেন, পঞ্চায়েত ভোটে তৃণমূলই জিতবে। দাবি করেন, তৃণমূলের কেউ কোনও ক্ষতি করতে পারবে না। শুভেন্দু অধিকারী সহ বিজেপি নেতারা বার বারই হুমকি দিয়েছেন, ডিসেম্বর মাসেই রাজ্য় রাজনীতিতে বড় কিছু ঘটবে। কার্যত তৃণমূল সরকারের ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন তুলে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী দাবি করেছেন, ১২, ১৪ এবং ২১ ডিসেম্বরে বড় কিছু ঘটতে চলেছে। কিন্তু বাস্তবে তেমন কিছু ঘটেনি।
আরও পড়ুন: শুক্রবার থেকেই আবহাওয়া বদল বাংলায়, ২৫ ডিসেম্বরের জন্য বড় পূর্বাভাস হাওয়া অফিসের
এ দিনই নিয়োগ দুর্নীতি মামলায় ফের একবার পার্থ চট্টোপাধ্য়ায় সহ অন্য়ান্য় অভিযুক্তদের আদালতে পেশ করা হবে। সেই কারণে পার্থ চট্টোপাধ্য়ায়কে আলিপুর আদালতে নিয়ে যায় পুলিশ। সেই সময়ই দলের হয়ে মুখ খোলেন পার্থ চট্টোপাধ্যায়।