এর আগে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তাঁর নতুন কর্মসূচি ‘তৃণমূলে নব জোয়ার’-এর জন্য শুভেচ্ছা জানান তিনি। সঙ্গে তৃণমূল কর্মীদেরও ‘গাইডিং ফোর্সের’ নেতা বলেও উল্লেখ করেন। পঞ্চায়েত ভোটের আগে জনসংযোগ যাত্রা করছেন অভিষেক। তৃণমূল সাংসদের সেই কর্মসূচি যাতে সুষ্ঠভাবে সুসম্পন্ন হয় তার জন্য শুভেচ্ছাও জানিয়েছিলেন পার্থ। সঙ্গে এও বলেছিলেন, “অভিষেক আমাদের ড্রাইভিং ফোর্সের নেতা। আমরা গাইডিং ফোর্সের নেতা।”
advertisement
আরও পড়ুন: ‘কাকুর’ রহস্যভেদ করবেন তিনিই? এমন কাকে ডাকল ইডি! তলব ঘিরে তুঙ্গে জল্পনা
সম্প্রতি প্রাক্তন মন্ত্রী আদালত কক্ষের বাইরে দাঁড়িয়ে সাংবাদিকদের একাধিক প্রশ্নের উত্তর দিতে গিয়ে বলেছেন, পঞ্চায়েত নির্বাচনে ভাল ফলই করবে তৃণমূল। রাজনৈতিক বিশ্লেষকদের কথায়, পার্থ চট্টোপাধ্যায় এটাই বোঝাতে চেয়েছিলেন, তিনি আজও তৃণমূলীই। দলের হয়েই সওয়াল করছেন। এরপর অভিষেককে শুভেচ্ছা বার্তা দেওয়ায় সেই জল্পনাই আরও জোারাল হল বলে মনে করছে ওয়াকিবহাল মহল।
আরও পড়ুন: অভিষেককে জিজ্ঞাসাবাদের পরই বড় পদক্ষেপ সিবিআই-এর! আরও চাপ? তোলপাড় বাংলা
এসএসসি নিয়োগ দুর্নীতিতে অভিযুক্ত জেলবন্দি পার্থ বলেছিলেন, ‘অভিষেকের নবজোয়ার ১০০ শতাংশ সফল।’ এখানেই না থেমে থেকে তিনি বলেন, ‘অভিষেকের নবজোয়ার আসলে জনজোয়ার।’ দিনকয়েক আগে পার্থ চট্টোপাধ্যায়কে প্রশ্ন করা হয়েছিল, অর্পিতা মুখোপাধ্যায়ের বাড়িতে মেলা বিপুল টাকার উৎস নিয়ে। আর ঠিক তখনই যা জবাব দেন প্রাক্তন শিক্ষামন্ত্রী, তাতে চমকে যান উপস্থিত সকলেই। অর্পিতার ফ্ল্যাটে মেলা সেই টাকার উৎস নিয়ে পার্থবাবুকে প্রশ্ন করা হলে তিনি সাফ জবাব দেন, ”আপনারা খোঁজ নিন।”
গত শনিবার সিবিআই জিজ্ঞাসাবাদের মুখোমুখি হয়ে বেরিয়ে নিজের বক্তব্যে পার্থ চট্টোপাধ্যায়ের কথাও তুলে আনেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। বলেন, ”আমরা পার্থ চট্টোপাধ্যায়ের মতো সিনিয়র নেতার বিরুদ্ধেও ব্যবস্থা নিয়েছি।” এবার সেই প্রেক্ষিতে পার্থ চট্টোপাধ্যায়ের মন্তব্য বিশেষ তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল।