TRENDING:

Partha Chatterjee: 'দাদা, অর্পিতা ED-র চার্জশিটে বলেছেন...' গাড়ির পা-দানি থেকেই মুখ ঘোরালেন পার্থ! বললেন...

Last Updated:

Partha Chatterjee: বৃহস্পতিবার আরও ১৪ দিন পার্থ চট্টোপাধ্যায়কে জেল হেফাজতে রাখার নির্দেশ দিয়েছে আলিপুর আদালত। সেই নির্দেশের পর আদালত চত্বর থেকে তাঁকে জেলে নিয়ে যাওয়ার পথেই আচমকা সাংবাদিকদের প্রশ্নে মুখ খুললেন প্রাক্তন শিক্ষামন্ত্রী।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা : বৃহস্পতিবার আরও ১৪ দিন পার্থ চট্টোপাধ্যায়কে জেল হেফাজতে রাখার নির্দেশ দিয়েছে আলিপুর আদালত। সেই নির্দেশের পর আদালত চত্বর থেকে তাঁকে জেলে নিয়ে যাওয়ার পথেই আচমকা সাংবাদিকদের প্রশ্নে মুখ খুললেন প্রাক্তন শিক্ষামন্ত্রী। স্পষ্ট উচ্চারণে কিন্তু নির্বিকার মুখে ঠিক গুণে গুণে চারটি শব্দ বললেন পার্থ।
পার্থ চট্টোপাধ্যায়
পার্থ চট্টোপাধ্যায়
advertisement

বৃহস্পতিবার সন্ধ্যার মুখে আলিপুরের জেলা ও দেওয়ানি দায়রা আদালত চত্বরে পুলিশি ঘেরাটোপের মধ্যে দিয়েই ধীর পদক্ষেপে বেরিয়ে আসতে দেখা যায় পার্থকে। পরনে হালকা সবুজ কুর্তা। উপরে হাতাকাটা জ্যাকেট। অপেক্ষারত সাংবাদিকদের দিক থেকে তাঁকে দেখেই ছুটে আসে একের পর এক প্রশ্ন। অর্পিতার ফ্ল্যাটে পাওয়া টাকা, দুর্নীতির মূলে কে থেকে রাজ্যে ডিএ নিয়েও প্রশ্ন ছোড়া হয় পার্থ চট্টোপাধ্যায়ের দিকে।

advertisement

আরও পড়ুন: ঘনাচ্ছে ঘূর্ণিঝড়! ২১ ফেব্রুয়ারি পর্যন্ত ৯ রাজ্যে ঝোড়ো হাওয়া-ভারী বৃষ্টির সতর্কতা! লাফিয়ে চড়বে পারদ! আবহাওয়ার বিরাট আপডেট

রাজ্য সরকারের ডিএ বাড়ানোর খবরও দেওয়া হয় পার্থকে। এ-ও বলা হয়, অর্পিতা বলেছেন, সব টাকা পার্থের। একের পর এক খবর শুনে আচমকা গাড়িতে উঠেও, গাড়ির পা-দানি থেকে মুখ ঘোরালেন পার্থ। থমকে এক মুহূর্ত দাঁড়িয়েও যান। তারপরেই কেটে কেটে বলেন সেই চার শব্দ যা মোটেই আশা করেননি সাংবাদিককূল।

advertisement

আরও পড়ুন: ৫০০ টাকাতেই বিয়ে! লাখ লাখ খরচ আর নয়! 'অভিনব' ব্যবস্থা রাজ্য সরকারের! জানুন বিশদে

যদিও অন্যান্য দিন এই সমস্ত প্রশ্ন শুনে মুখ বুজেই গাড়িতে উঠে যান রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী। বৃহস্পতিবার তা হয়নি। গাড়ির দরজাটা খুলে পাদানিতে পা-ও রেখেছিলেন। হঠাৎই দাঁড়িয়ে মুখ ফেরান পার্থ। নির্বিকার মুখে বলেন, ‘‘আপনারা সবাই ভাল থাকুন।’’

advertisement

আরও পড়ুন: ৯৯% মানুষ ডাহা ফেল! বলুন তো রুটি কেন 'গোল' হয়? আপনি জানেন সঠিক উত্তর? শুনলে আকাশ থেকে পড়বেন!

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

এর আগেও সাংবাদিকদের নানা প্রশ্নের জবাব দিয়েছেন পার্থ। কখনও বলেছেন, ‘‘আসল দুর্নীতি কে করেছে তা প্রকাশ্যে আসবে।’’ কখনও বলেছেন, ‘‘তৃণমূলের কোনও ক্ষতি কেউ করতে পারবে না।’’ ক্ষোভও প্রকাশ করেছেন বহু বার। তবে শুভকামনা এই প্রথম জানালেন পার্থ।

advertisement

বাংলা খবর/ খবর/কলকাতা/
Partha Chatterjee: 'দাদা, অর্পিতা ED-র চার্জশিটে বলেছেন...' গাড়ির পা-দানি থেকেই মুখ ঘোরালেন পার্থ! বললেন...
Open in App
হোম
খবর
ফটো
লোকাল