ঘটনাচক্রে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) সঙ্গে এদিনই কথা হয়েছে চাকরিপ্রার্থীদের। মেয়ো রোডে ধরনা মঞ্চে অবস্থানকারীদের সঙ্গে আগামীকাল অর্থাৎ শুক্রবার এসে তিনি দেখা করবেন বলে সূত্রের খবর। বৃহস্পতিবারই আন্দোলনকারীদের নেতা শহিদুল্লার সঙ্গে ফোনে কথা বলেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। উল্লেখ্য, এর আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) ধর্মতলায় গিয়ে নিজে চাকরিপ্রার্থীদের সঙ্গে কথা বলেন।
advertisement
আরও পড়ুন: তিন মন্ত্রী পদ থেকেই অপসারিত পার্থ চট্টোপাধ্যায়!
এদিন পার্থ চট্টোপাধ্যায়ের অপসারণ প্রসঙ্গে মুখ্যমন্ত্রী বলেন, ''পার্থদার কাছে যে যে দফতরগুলি ছিল, সেগুলি আপাতত আমার কাছে আসছে। হয়ত কিছুই করব না, কিন্তু যেহেতু যতক্ষণ নতুন করে মন্ত্রিসভা গঠন না করছি... তাই পার্থদাকে রেহাই দিয়েছি। এই দফতরগুলো আমার কাছে এসেছে।'' বৃহস্পতিবার মন্ত্রিসভার বৈঠক ছিল। সেই বৈঠক থেকে বেরিয়ে তেমন করে কিছুই বলেননি মুখ্যমন্ত্রী।
আরও পড়ুন: দিলীপের বিস্ফোরক দাবি, সৌগতর পাল্টা হুঙ্কার! সব আলোচনায় অর্পিতার রথতলার রঙিন ফ্ল্যাট
সরকার তরফে একদিকে যখন তিনটি দফতর থেকে সরিয়ে দেওয়া হল, তখন বিষয়টি নিয়ে কী হতে চলেছে শাসক দল তৃণমূল কংগ্রেসের অবস্থান? এই নিয়ে রাজনৈতিক ও অরাজনৈতিক মহলে চলছে জোর চর্চা। ইতিমধ্যেই মুখ খুলেছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু দলের কী অবস্থান তা এখনও স্পষ্ট করেননি তৃণমূল হাইকম্যান্ড। এই পরিস্থিতিতে আজই দলের শৃঙ্খলা রক্ষা কমিটির বৈঠকে ডেকেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। বিকেল পাঁচটায় বৈঠক হতে চলেছে তৃণমূল ভবনে। এই বৈঠকে পার্থ চট্টোপাধ্যায় নিয়ে দলের অবস্থান জানাতে পারে তৃণমূল, এমনটাই জল্পনা রাজনৈতিক মহলের।
