TRENDING:

Partha Chatterjee On Arpita: 'পার্থই কিংপিন' আদালতে অর্পিতার দাবি, প্রশ্ন শুনতেই যা 'করলেন' পার্থ...! চমকে গেল সবাই

Last Updated:

Partha Chatterjee On Arpita: নিয়োগ দুর্নীতিতে আদালতে বড় রহস্য ফাঁস অর্পিতার! শুনে কী বললেন পার্থ চট্টোপাধ্যায়?

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা : ‘পার্থ চট্টোপাধ্যায়ই মাস্টারমাইন্ড। তিনিই ‘কিংপিন’।’ সোমবার আদালতে পার্থ চট্টোপাধ্যায়কেই এ ভাবে নিশানা করেন অর্পিতা মুখোপাধ্যায়ের আইনজীবী। দাবি করা হয়, পার্থই কিংপিন, বোরে অর্পিতা। নিয়োগ দুর্নীতি মামলায় সোমবার আদালতে মক্কেল অর্পিতা মুখোপাধ্যায়ের জামিনের আবেদন করে এমনই দাবি করেন অর্পিতার আইনজীবী। শুধু তাই নয়, দাবি করা হয়, সব ব্যবসায়িক বিষয়ে মাস্টারমাইন্ড পার্থ। এরই পরিপ্রেক্ষিতে আজ আদালতে ঢোকার মুখে পার্থ চট্টোপাধ্যায়ের দিকে প্রশ্ন ছুড়ে দেন সাংবাদিকরা।
কী বললেন পার্থ চট্টোপাধ্যায়?
কী বললেন পার্থ চট্টোপাধ্যায়?
advertisement

নিয়োগ কেলেঙ্কারিতে অর্পিতা মুখোপাধ্যায়ের আইনজীবীর চাঞ্চল্যকর দাবির উত্তরে কিন্তু এদিন মুখে কুলুপ আঁটলেন পার্থ চট্টোপাধ্যায়। এদিন কোর্টে ঢোকার আগে ক্যামেরার দিকে না তাকিয়েই অর্পিতা সংক্রান্ত প্রশ্নের উত্তর এড়িয়ে যান পার্থ।

আরও পড়ুন: বায়রনের ‘দলবদল’ নিয়ে ‘বিস্ফোরক’ পার্থ চট্টোপাধ্যায়! আদালতে ঢোকার মুখে চমকে দেওয়া প্রতিক্রিয়ায় তোলপাড়

যদিও বায়রন বিশ্বাসের দলবদল করে কংগ্রেস ছেড়ে তৃণমূলে যোগ দেওয়া নিয়ে মুখ খোলেন পার্থ। তিনি বলেন, ‘সবাই তৃণমূলে চলে আসবে।’ মঙ্গলবার নিয়োগ দুর্নীতিতে ধৃত প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়-সহ ৭ জনকে আলিপুর আদালতে তোলা হয়। আদালতে ঢোকার মুখেই বায়রন বিশ্বাসের দলবদল নিয়ে প্রতিক্রিয়া দেন তৃণমূল প্রাক্তন মহাসচিব।

advertisement

আরও পড়ুন: এ কোন অর্পিতা…? ভার্চুয়ালে ‘খুনসুটি’ অতীত! আইনি ‘মুখ’ বলে দিল ‘সব’! পার্থর বিরুদ্ধে চাঞ্চল্যকর দাবি

কংগ্রেসের প্রার্থী হয়ে সাগরদিঘি জয়ের ৩ মাসের মধ্যে দল বদলে তৃণমূলে যোগ দিলেন বায়রন বিশ্বাস। মাত্র তিন মাস আগেই প্রসঙ্গত, মুর্শিদাবাদের সাগরদিঘির উপনির্বাচনে কংগ্রেসের টিকিটে জিতেছিলেন বায়রন বিশ্বাস। কিন্তু শেষমেশ অভিষেকের হাত ধরে তৃণমূলের পতাকা হাতে তুলে নিলেন বায়রন। তারই পরিপ্রেক্ষিতে ফের একবার মুখ খুলতে শোনা গেল পার্থ চট্টোপাধ্যায়কে।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
প্রয়োজন পড়বে না পুকুর বা জলাশয়ের দুরন্ত পদ্ধতিতেই মাছের ব্যবসা করলেই আয় হবে লক্ষাধিক
আরও দেখুন

যদিও নিয়োগ কেলেঙ্কারিতে তারই সঙ্গে গ্রেফতার ও পার্থ ‘ঘনিষ্ঠ’ অর্পিতা মুখোপাধ্যায়ের তাঁর বিরুদ্ধে আদালতে তোলা দাবি নিয়ে মুখ খোলেননি প্রাক্তন হেভিওয়েট মন্ত্রী।

বাংলা খবর/ খবর/কলকাতা/
Partha Chatterjee On Arpita: 'পার্থই কিংপিন' আদালতে অর্পিতার দাবি, প্রশ্ন শুনতেই যা 'করলেন' পার্থ...! চমকে গেল সবাই
Open in App
হোম
খবর
ফটো
লোকাল