জেলে গিয়ে যে স্বাভাবিক ভাবেই তাঁর মন ভাল নেই, প্রাক্তন মন্ত্রীর এই সংক্ষিপ্ত জবাবেই তা স্পষ্ট৷ এ দিন এসএসকেএম হাসপাতালে পার্থ চট্টোপাধ্যায়কে পরীক্ষা করা চিকিৎসকরাও বলছেন, শরীর যতটা না খারাপ, তার থেকেও বেশি করে অবসাদ এবং হতাশা ধরা পড়েছে পার্থ চট্টোপাধ্যায়ের চোখে মুখে৷
আরও পড়ুন: 'চালকল নিজে কেনেননি, উপহার দিয়েছিল ওঁর শ্বশুর', আদালতে দাবি অনুব্রতর আইনজীবীর
advertisement
শরীর খারাপ হওয়ায় এ দিন পার্থ চট্টোপাধ্যায়কে প্রেসিডেন্সি জেল থেকে এসএসকেএম হাসপাতালে নিয়ে আসা হয়৷ হাসপাতালে ঢোকার সময় সাংবাদিকরা পার্থ চট্টোপাধ্যায়ের কাছে শারীরিক অবস্থার কথা জানতে চান৷ তখনই গাড়িতে বসে পার্থ বলেন, 'শরীর ভাল নেই, তবে ভাল থাকার চেষ্টা করছি৷'
এসএসকেএম হাসপাতাল সূত্রেও খবর, এ দিন পরীক্ষা করার সময় চিকিৎসকরা বার বার পার্থ চট্টোপাধ্যায়ের কাছে জানতে চান, তাঁর শরীরে কী সমস্যা হচ্ছে? জবাবে প্রাক্তন মন্ত্রী শুধু বলেন, 'আমার শরীর ভালো নেই৷' যদিও নির্দিষ্ট ভাবে কী সমস্যা হচ্ছে, তা বলেননি পার্থ৷
চিকিৎসকরা অবশ্য বলছেন, জেলে থাকাকালীন হাঁটাচলা কম হওয়ায় শরীরে রক্ত সঞ্চালন কমেছে৷ ফলে পার্থর পা ফোলার সমস্যা আরও বেড়েছে৷ এ দিন পায়ের এক্স রে করার পাশাপাশি পার্থ চট্টোপাধ্যায়ের থাইরয়েড, ইউরিক অ্যাসিড সংক্রান্ত রক্ত পরীক্ষা করা হয়৷ কিন্তু সর্বোপরি পার্থ চট্টোপাধ্যায়কে দেখে খুবই হতাশাগ্রস্ত এবং মনমরা মনে হয়েছে চিকিৎসকদের৷ যদিও পার্থর শারীরিক অবস্থা উদ্বেগজনক নয় বলেই জানাচ্ছেন চিকিৎসকরা৷