এরপরই রাতে আইসিসিইউ ১৮ কেবিন থেকে কার্ডিওলজি বিভাগের ১ নম্বর কেবিনে স্থানান্তর করা হয়েছে প্রাক্তন শিক্ষা মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে। আপাতত শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে। ১ নম্বর কেবিনে রাখার কারণ হিসেবে চিকিৎসকদের সূত্র জানাচ্ছে সেখান থেকে আইসিইউ দ্রুত পৌঁছনো যাবে। রবিবার চিকিৎসকদের টিম বেলা ১১ টা নাগাদ বৈঠক করবেন তাঁর শারীরিক অবস্থা নিয়ে। ৬ জন চিকিৎসকের মধ্যে কয়েকজন ভার্চুয়ালি।
advertisement
আরও পড়ুন: এসএসকেএম-এর আইসিসিইউ-তে ভর্তি পার্থ! বুকে ব্যথা, বেশি ক্রিয়েটিনিনের মাত্রা
শনিবার ব্যাঙ্কশাল আদালতে তোলা হলে পার্থ চট্টোপাধ্যায়কে দু' দিনের ইডি হেফাজতের নির্দেশ দেন বিচারক৷ এর পরই পার্থ চট্টোপাধ্যায় অসুস্থ বলে তাঁর মেডিক্যাল রিপোর্ট জমা দেন মন্ত্রীর আইনজীবী৷ এসএসকেএম হাসপাতালে নিয়ে গিয়ে পার্থ চট্টোপাধ্যায়ের শারীরিক পরীক্ষা করানোর জন্য ইডি-র তদন্তকারী অফিসারকে নির্দেশ দেন বিচারক৷
আরও পড়ুন: 'আমি কোনও অন্যায় করিনি, ফাঁসানো হয়েছে', অর্পিতাকে বাড়ি থেকে নিয়ে গেল ইডি
পার্থ চট্টোপাধ্যায়ের ডায়েবেটিস, উচ্চ রক্তচাপ সহ বেশ কিছু শারীরিক সমস্যা রয়েছে বলে হাসপাতাল সূত্রে খবর৷ তাঁর আইনজীবীরা সংবাদমাধ্যমের সামনেও দাবি করেছেন, গ্রেফতারির পর যথেষ্টই অসুস্থ হয়ে পড়েছিলেন প্রাক্তন শিক্ষামন্ত্রী৷ শনিবার সকালে, প্রায় ২৭ ঘণ্টা জেরার পর এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় পার্থ চট্টোপাধ্যায়কে গ্রেফতার করে ইডি৷