TRENDING:

Partha Chatterjee Health: যথাযথ চিকিৎসা হচ্ছে না পার্থের? মেডিক্যাল রিপোর্ট তলব করল আদালত

Last Updated:

যে হাসপাতালে যথাযথ চিকিৎসা হবে, সেখানে যেন পার্থ চট্টোপাধ্যায়কে স্থানান্তরিত করা যায়, এই মর্মে বিশেষ সিবিআই আদালতে আবেদন জানিয়েছেন পার্থ চট্টোপাধ্যায়ের আইনজীবী।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: এসএসকেএম হাসপাতালে যথাযথ চিকিৎসা হচ্ছে না পার্থ চট্টোপাধ্যায়ের। যে হাসপাতালে যথাযথ চিকিৎসা হবে, সেখানে যেন পার্থ চট্টোপাধ্যায়কে স্থানান্তরিত করা যায়, এই মর্মে বিশেষ সিবিআই আদালতে আবেদন জানিয়েছেন পার্থ চট্টোপাধ্যায়ের আইনজীবী। সেই আবেদনের পর আগামিকাল সকাল ১১ টায় এসএসকেএম কর্তৃপক্ষের কাছে পার্থ চট্টোপাধ্যায়ের।
যথাযথ চিকিৎসা হচ্ছে না পার্থের? মেডিক্যাল রিপোর্ট তলব করল আদালত
যথাযথ চিকিৎসা হচ্ছে না পার্থের? মেডিক্যাল রিপোর্ট তলব করল আদালত
advertisement

এসএসকেএম হাসপাতালের কার্ডিওলজি বিভাগের আইসিসিইউ-এ চিকিৎসাধীন। এখন কেমন আছেন প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়? তাঁর শারীরিক অবস্থা কেমন? কী হয়েছে তাঁর?

আরও পড়ুন: মহারাষ্ট্রে প্রথম মৃত্যু, আক্রান্তের সংখ্যা ১০০ ছাড়াল! ক্রমেই ভয়াল রূপ নিচ্ছে জিবিএস?

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের শারীরিক অবস্থার আরও অবনতি হয়েছে বলে হাসপাতাল সূত্রে জানা গিয়েছে। তাঁর রক্তে ক্রিয়েটিনিন, পটাশিয়াম, সোডিয়ামের মাত্রায় সমস্যা রয়েছে। এসএসকেএম সূত্রে খবর, এই অসুস্থতার মূল কারণ খাদ্যাভ্যাস বলে মনে করছেন চিকিৎসকরা। কারণ বয়স অনুযায়ী খাদ্যাভ্যাসের সংযম নেই পার্থ চট্টোপাধ্যায়ের।হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, এখনও কিছুটা আচ্ছন্ন ভাব রয়েছে প্রাক্তন মন্ত্রীর। হাসপাতালে আসার পর, খাবারে রুচি নেই তাঁর। শুক্রবার যদিও জোর করেই খাওয়ানো হয়েছে তাঁকে। মেডিক্যাল বোর্ড সূত্রে খবর, আগে থেকে কিডনির সমস্যা থাকায় ইউরিন আউটপুট মনিটর করা হচ্ছে। সব মিলিয়ে তার শারীরিক অবস্থা স্থিতিশীল, তবে এখনও সংকট মুক্ত নন।

advertisement

বাংলা খবর/ খবর/কলকাতা/
Partha Chatterjee Health: যথাযথ চিকিৎসা হচ্ছে না পার্থের? মেডিক্যাল রিপোর্ট তলব করল আদালত
Open in App
হোম
খবর
ফটো
লোকাল