এসএসকেএম হাসপাতালের কার্ডিওলজি বিভাগের আইসিসিইউ-এ চিকিৎসাধীন। এখন কেমন আছেন প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়? তাঁর শারীরিক অবস্থা কেমন? কী হয়েছে তাঁর?
আরও পড়ুন: মহারাষ্ট্রে প্রথম মৃত্যু, আক্রান্তের সংখ্যা ১০০ ছাড়াল! ক্রমেই ভয়াল রূপ নিচ্ছে জিবিএস?
প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের শারীরিক অবস্থার আরও অবনতি হয়েছে বলে হাসপাতাল সূত্রে জানা গিয়েছে। তাঁর রক্তে ক্রিয়েটিনিন, পটাশিয়াম, সোডিয়ামের মাত্রায় সমস্যা রয়েছে। এসএসকেএম সূত্রে খবর, এই অসুস্থতার মূল কারণ খাদ্যাভ্যাস বলে মনে করছেন চিকিৎসকরা। কারণ বয়স অনুযায়ী খাদ্যাভ্যাসের সংযম নেই পার্থ চট্টোপাধ্যায়ের।হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, এখনও কিছুটা আচ্ছন্ন ভাব রয়েছে প্রাক্তন মন্ত্রীর। হাসপাতালে আসার পর, খাবারে রুচি নেই তাঁর। শুক্রবার যদিও জোর করেই খাওয়ানো হয়েছে তাঁকে। মেডিক্যাল বোর্ড সূত্রে খবর, আগে থেকে কিডনির সমস্যা থাকায় ইউরিন আউটপুট মনিটর করা হচ্ছে। সব মিলিয়ে তার শারীরিক অবস্থা স্থিতিশীল, তবে এখনও সংকট মুক্ত নন।
advertisement