Guillain Barre Syndrome death: মহারাষ্ট্রে প্রথম মৃত্যু, আক্রান্তের সংখ্যা ১০০ ছাড়াল! ক্রমেই ভয়াল রূপ নিচ্ছে জিবিএস?
- Published by:Debamoy Ghosh
- news18 bangla
Last Updated:
মৃতের সর্দি, কাশির মতো উপসর্গের পাশাপাশি এবং নিঃশ্বাস নিতেও সমস্যা হচ্ছিল৷ গত ১৮ জানুয়ারি তাঁকে সোলাপুরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়৷
পুণে: ক্রমেই ভয়াল রূপ নিচ্ছে পুণের গুলেইন বারি সিন্ড্রোম পবা৷ এবার এই বিরল রোগে আক্রান্ত হয়ে মহারাষ্ট্রের এক বাসিন্দার মৃত্যুর খবরও সামনে এল৷ ফলে যত দিন যাচ্ছে, জিবিএস নিয়ে উদ্বেগ ক্রমশই বাড়ছে৷
জানা গিয়েছে, মৃত ওই ব্যক্তি মহারাষ্ট্রের সোলাপুর জেলার বাসিন্দা৷ কিছু ব্যক্তিগত কাজে গ্রামের বাড়িতে ফিরেছিলেন তিনি৷ এরই মধ্যে পুণেতে জিবিএস আক্রান্তের সংখ্যা ১০০ ছাড়িয়েছে৷
advertisement
‘দ্য হিন্দু’-তে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, মৃতের সর্দি, কাশির মতো উপসর্গের পাশাপাশি এবং নিঃশ্বাস নিতেও সমস্যা হচ্ছিল৷ গত ১৮ জানুয়ারি তাঁকে সোলাপুরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়৷ প্রথমে আইসিইউ-তে রাখা হলেও অবস্থার উন্নতি হওয়ায় ওই ব্যক্তিকে সাধারণ ওয়ার্ডে পাঠানো হয়৷ কিন্তু ফের তাঁর অবস্থার অবনতি শুরু হয়, দেখা দেয় শ্বাসকষ্ট৷ এর পরেই ফের ওই ব্যক্তিকে হাসপাতালের আইসিইউ-তে রেখে চিকিৎসা শুরু হয়৷ কিন্তু সেখানেই তাঁর মৃত্যু হয়৷ সবথেকে উদ্বেগের বিষয়, মৃত্যুর আগে ওই ব্যক্তির হাত, পা অসার হয়ে গিয়ে কার্যত পক্ষাঘাতগ্রস্ত রোগীর মতো অবস্থা হয়েছিল৷ যে সমস্যা জিবিএস আক্রান্তদের হয়৷
advertisement
সোলাপুরের সরকারি মেডিক্যাল কলেজের ডিন সঞ্জীব ঠাকুর জানিয়েছেন, মৃতের দেহের ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্টেও মৃত্যুর কারণ হিসেবে গুলেন বারি সিন্ড্রোম বা জিবিএস-কেই দায়ী করা হয়েছে৷ মৃত্যুর সুনির্দিষ্ট কারণ চিহ্নিত করতে ওই ব্যক্তির ক্লিনিক্যাল পোস্ট মর্টেম করারও সিদ্ধান্ত নেওয়া হয়েছে৷ দলে রাখা হয়েছে দু জন বায়োলজিস্ট এবং প্যাথোলজিস্টকে৷ মৃতের সেরিব্রোস্পাইনাল ফ্লুইড এবং রক্তের নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয়েছে৷ মাইক্রোবায়োলজিক্যাল এবং হিস্টোপ্যাথোলজিক্যাল রিপোর্ট হাতে এলেই মৃত্যুর নির্দিষ্ট কারণ জানা যাবে৷ তার জন্য আরও পাঁচ থেকে ছ দিন সময় লাগবে৷
advertisement
এরই মধ্যে পুণেতে জিবিএস আক্রান্তের সংখ্যা ১০০ ছাড়িয়েছে৷ আক্রান্তদের মধ্যে ৬৮ জন পুরুষ এবং ৩৩ জন মহিলা৷ আক্রান্তদের মধ্যে ১৬ জনকে ভেন্টিলেশন সাপোর্টে রাখতে হয়েছে৷ পুণের যে এলাকা থেকে সবথেকে বেশি আক্রান্তের খোঁজ মিলেছে, সিংহদ রোডস এলাকায় সরকারি নজরদারি এবং তথ্য সংগ্রহের প্রক্রিয়াও চলছে৷
গুলেইন বেরি সিন্ড্রোম বা জিবিএস এমন একটি রোগ, যাতে মানুষের রোগ প্রতিরোধ ক্ষমতাই শরীরের স্নায়ুতন্ত্রকে আক্রমণ করে বসে৷ যার ফলে হাত পা অবশ হয়ে যাওয়া এবং পক্ষাঘাতগ্রস্ত হয়ে পড়ার আশঙ্কা থাকে৷ যে কোনও বয়সের মানুষই এই রোগে আক্রান্ত হতে পারেন৷ তবে প্রাপ্তবয়স্ক এবং পুরুষদের আক্রান্ত হওয়ার সম্ভাবনা বেশি থাকে৷ এই রোগটি অত্যন্ত বিরল এবং প্রতি এক লক্ষ জনসংখ্যার মধ্য ১ থেকে ২ জনই এই রোগে আক্রান্ত হন৷ এখনও পর্যন্ত এই রোগে আক্রান্ত হওয়ার নির্দিষ্ট কারণ জানা না গেলেও ভাইরাল অথবা ব্যাক্টেরিয়া ঘটিত সংক্রমণ থেকেই এই রোগ হয় বলে মত চিকিৎসক এবং বিশেষজ্ঞদের৷
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
January 27, 2025 6:52 PM IST