ঘটনার সূত্রপাত গত সপ্তাহে শনিবার। বিকালের দিকে প্রত্যেক কয়েদিকে নিজের নিজের সেলে পাঠানো হচ্ছিল। সেই সময় পার্থ চট্টোপাধ্যায় বলেন, তিনি আরও কিছুক্ষণ পায়চারি করতে চান। তারপরে সেলে যাবেন। বিষয়টি মোটেও পছন্দ হয়নি প্রেসিডেন্সি সংশোধনাগারে বন্দি জঙ্গি মুসার। তার প্রশ্ন, কেন বন্দিদের ক্ষেত্রে দুই রকম নিয়ম থাকবে। এ নিয়ে খানিকটা তর্কাতর্কি হয় দু পক্ষের।
advertisement
বিষয়টি এখানেই থেমে থাকেনি। জেল সূত্রে খবর, তারপরে একদিন সুযোগ বুঝে পার্থ চট্টোপাধ্যায়ের দিকে জল ভর্তি মগ ছুড়ে মারেন মুসা। সেই সময়ে বিষয়টি টের পেয়ে পালাতে যান রাজ্যের প্রাক্তন মন্ত্রী। কিন্তু সেখানে পিছল খেয়ে পড়ে গিয়ে থুতনিতে আঘাত পান। সঙ্গে সুঙ্গে ছুটে আসেন কারারক্ষীরা। বুধবার এসএসকেএম-এর একদল চিকিৎসকও আসেন। আপাতত সুস্থ রয়েছেন পার্থ চট্টোপাধ্যায়। কিন্তু তাঁর যত চিন্তা এই মুসাকে ঘিরে।
মুসার এমন কাজকর্মের উদাহরণ আগেও মিলেছিল। এর আগে বিচারককে জুতো ছুঁড়েছিল সে। এবার নতুন করে তার নজর পড়েছে পার্থ চট্টোপাধ্যায়ের দিকে। সেদিনের পর পার্থ চট্টোপাধ্যায় সতর্ক হয়েছেন ঠিকই, কিন্তু মুসা আদৌ কি চুপ থাকবে কিনা তা নিয়ে সতর্ক রয়েছে জেল কর্তৃপক্ষ। আপাতত গোটা বিষয়টির উপর নজর রাখা হয়েছে।
আরও পড়ুন, তাড়া খেয়ে আচমকা পড়ে গেলেন পার্থ, কেলেঙ্কারি কাণ্ড জেলের ভিতরে
আরও পড়ুন, বিদ্যাসাগরের সঙ্গে পার্থ চট্টোপাধ্যায়ের তুলনা! আদালতে বিস্ফোরক ইডির আইনজীবী!
সেই সঙ্গে শুরু হয়েছে দুই ছিঁচকে চোরের উৎপাত। পার্থ চট্টোপাধ্যায় জেলে আসার পরেই ওই দুই বন্দি চোর তাঁর পিছনে পড়েছেন। কখনও টাকা উদ্ধারের ঘটনা নিয়ে কিংবা কখনও অন্য কোনও বিষয় নিয়ে টিপ্পনি কেটে চলেছেন রাজ্যের প্রাক্তন মন্ত্রীর উদ্দেশ্যে। সব মিলিয়ে জেলের মধ্যে বেজায় বিপাকে পড়েছেন পার্থ চট্টোপাধ্যায়।