TRENDING:

Partha Chatterjee || Bayron Biswas: বায়রনের 'দলবদল' নিয়ে 'বিস্ফোরক' পার্থ চট্টোপাধ্যায়! আদালতে ঢোকার মুখে চমকে দেওয়া প্রতিক্রিয়ায় তোলপাড়

Last Updated:

Partha Chatterjee || Bayron Biswas: সাংবাদিকরা তাঁর উদ্দেশে প্রশ্ন ছুঁড়ে জানতে চান, ‘সাগরদিঘির বিধায়ক বায়রন বিশ্বাস তৃণমূলে যোগ দিয়েছেন। এবিষয়ে কী প্রতিক্রিয়া দেবেন? এরই উত্তরে ফের একবার দলের হয়ে বিস্ফোরক মন্তব্য করেন পার্থ চট্টোপাধ্যায়।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: ফের মুখ খুললেন পার্থ চট্টোপাধ্যায়। মঙ্গলবার বেলা সাড়ে ১১টা নাগাদ আলিপুর আদালতে ঢোকেন পার্থ। সেই সময় সাংবাদিকরা তাঁর উদ্দেশে প্রশ্ন ছুঁড়ে জানতে চান, ‘সাগরদিঘির বিধায়ক বায়রন বিশ্বাস তৃণমূলে যোগ দিয়েছেন। এবিষয়ে কী প্রতিক্রিয়া দেবেন? এরই উত্তরে ফের একবার দলের হয়ে বিস্ফোরক মন্তব্য করেন পার্থ চট্টোপাধ্যায়।
বায়রন তৃণমূলে যেতেই যা বললেন পার্থ!
বায়রন তৃণমূলে যেতেই যা বললেন পার্থ!
advertisement

ক্যামেরার দিকে না তাকিয়েই প্রশ্নের উত্তর দেন তিনি। বলেন, ‘সবাই তৃণমূলে চলে আসবে।’ প্রত্যয়ী তৃণমূল থেকে বহিষ্কৃত নেতা পার্থ চট্টোপাধ্যায়। মঙ্গলবার নিয়োগ দুর্নীতিতে ধৃত প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়-সহ ৭ জনকে আলিপুর আদালতে তোলা হয়। আদালতে ঢোকার মুখে বায়রন বিশ্বাসের দলবদল নিয়ে প্রতিক্রিয়া দেন তৃণমূল প্রাক্তন মহাসচিব।

আরও পড়ুন: গরমের ছুটি শেষে স্কুল খুলবে কবে…? বড় পদক্ষেপ মধ্যশিক্ষা পর্ষদের! পড়ুয়াদের জন্য Big আপডেট

advertisement

কংগ্রেসের প্রার্থী হয়ে সাগরদিঘি জয়ের ৩ মাসের মধ্যে দল বদলে তৃণমূলে যোগ দিলেন বায়রন বিশ্বাস। মাত্র তিন মাস আগেই প্রসঙ্গত, মুর্শিদাবাদের সাগরদিঘির উপনির্বাচনে কংগ্রেসের টিকিটে জিতেছিলেন বায়রন বিশ্বাস। কিন্তু শেষমেশ অভিষেকের হাত ধরে তৃণমূলের পতাকা হাতে তুলে নিলেন বায়রন। তারই পরিপ্রেক্ষিতে ফের একবার মুখ খুলতে শোনা গেল পার্থ চট্টোপাধ্যায়কে।

আরও পড়ুন: এ কোন অর্পিতা…? ভার্চুয়ালে ‘খুনসুটি’ অতীত! আইনি ‘মুখ’ বলে দিল ‘সব’! পার্থর বিরুদ্ধে চাঞ্চল্যকর দাবি

advertisement

এর আগেও একাধিকবার ক্যামেরার সামনে দলের হয়ে মুখ খুলতে দেখা গিয়েছে এই বহিষ্কৃত নেতা তথা প্রাক্তন হেভিওয়েট মন্ত্রীকে। কখনও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নবজোয়ার কর্মসূচির প্রশংসা করেছেন, কখনও দলকে ভোটে জেতার শুভেচ্ছা জানিয়েছেন। এদিনও যেমন তৃণমূলের প্রতি আস্থা প্রকাশ করলেন তিনি।

সেরা ভিডিও

আরও দেখুন
শীতের মরশুম এলেই গৃহবধূদের উপরি রোজগার! সংসার সামলে ছুটছেন মোয়ার দোকানে
আরও দেখুন

নিয়োগ দুর্নীতিতে গ্রেফতারির পর তৃণমূলের তৎকালীন মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়ের সঙ্গে দূরত্ব বাড়িয়েছে দল। মুখ্যমন্ত্রীর নির্দেশে কেড়ে নেওয়া হয়েছে মন্ত্রিত্ব। এমনকী দল থেকেও বহিষ্কৃত হয়েছেন। তারপরেই দলের প্রতি নিজের বিশ্বস্ততা দেখাতে কোনও কসুর রাখছেন না পার্থ চট্টোপাধ্যায়।

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
বাংলা খবর/ খবর/কলকাতা/
Partha Chatterjee || Bayron Biswas: বায়রনের 'দলবদল' নিয়ে 'বিস্ফোরক' পার্থ চট্টোপাধ্যায়! আদালতে ঢোকার মুখে চমকে দেওয়া প্রতিক্রিয়ায় তোলপাড়
Open in App
হোম
খবর
ফটো
লোকাল