আরও পড়ুন: 'আমরা ছেড়ে কথা বলব না', পার্থর বাড়িতে ইডি হানার পরই হুঁশিয়ারি চন্দ্রিমা ভট্টাচার্যের!
এদিন সকালে পৌনে দশটা নাগাদ, হঠাৎই খবর আসে, গ্রেফতার করা হতে পারে পার্থ চট্টোপাধ্যায়কে। এর আগে শুক্রবার সকাল থেকে জিজ্ঞাসাবাদ শুরু করে ইডি। সেই জিজ্ঞাসাবাদ চলতে থাকে শনিবার সকাল পর্যন্তও। প্রায় ২৭ ঘণ্টা ধরে চলে জিজ্ঞাসাবাদ। তার পরেই খবর পাওয়া যায় গ্রেফতারির। গ্রেফতারির পর সই করানো হয় অ্যারেস্ট মেমোয়। তার পরেই বেরিয়ে আসেন পার্থ চট্টোপাধ্যায়ের আইনজীবী অনিন্দ্য রাউত। তিনি তার পরেই বেরিয়ে এসেই তিনি বলেন, পার্থ চট্টোপাধ্যায়কে গ্রেফতার করেছে ইডি। আমরা আশা করি আজই ইডি আদালতে পেশ করা হবে পার্থকে।
advertisement
আরও পড়ুন: ইডির টানা জেরায় 'অসুস্থ' বোধ করছেন পার্থ চট্টোপাধ্যায়, বাড়িতে ডাকা হল ডাক্তার
তারপরেই শুরু হয় পার্থর বাড়ি থেকে বার করার প্রক্রিয়া। সেখানে তখন থিকথিক করছে কেন্দ্রীয় বাহিনী। এলাকায় কার্যত হুলস্থুল পড়ে যায়। তার পর নাকতলার বাড়ি থেকে গাড়িতে তুলে পার্থকে নিয়ে বেরিয়ে যান ইডি-র আধিকারিকরা। সাংবাদিকদের সঙ্গে কোনওরকম কথা বলেননি পার্থ। ইডি সূত্রে খবর পাওয়া যায়, অনিন্দ্য রাউতও বলেন, পার্থকে সরসারি নিয়ে যাওয়া হচ্ছে সিজিও কমপ্লেক্সে। নাকতলার ব্যস্ত রাস্তা থেকে গাড়ি বেরিয়ে যায় সিজিও কমপ্লেক্সের উদ্দেশ্যে।