পার্কিংয়ে যে গাড়িগুলি পার্কিং হচ্ছে সেই গাড়িগুলির নম্বর নোট রাখার নির্দেশ বৈঠকে বলে সূত্রের খবর। পাশাপাশি “আর এফ আই ডি” প্রযুক্তি দ্রুত শুরু করা নিয়েও আলোচনা হয়েছে বলে নবান্ন সূত্রে খবর। কলকাতা পুলিশের সঙ্গে এই বৈঠক হয়েছে নবান্ন এর শীর্ষ আধিকারিকদের বলেই জানা গেছে।” প্রযুক্তি নয়, নজরদারি এর ওপর এই বিশেষ গুরুত্ব দেওয়ার নির্দেশ”, বৈঠকে বললেন রাজ্যের নিরাপত্তা অধিকর্তা সহ শীর্ষ আধিকারিকরা।
advertisement
আরও পড়ুন, পার্লামেন্ট ‘স্মোক অ্যাটাকে’র সঙ্গে এবার কলকাতা যোগ! এ শহরেই থাকতেন মূলচক্রী ললিত, কী করতেন জানেন?
আরও পড়ুন, ডেরেক ও’ব্রায়েনকে বের করে দিলেন জগদীপ ধনখড়! রাজ্যসভা থেকে বরখাস্ত তৃণমূল সাংসদ, হঠাৎ কেন সাসপেন্ড?
অন্যদিকে, নবান্নের পাশাপাশি রাজ্য বিধানসভার নিরাপত্তা ব্যবস্থাতেও কড়াকড়ি এবং বেশ কিছু বদল আনা হচ্ছে। নয়া নিয়ম লাগু হয়েছে বিধানসভায়। এদিন বিধানসভায় সচিবালয়ের আধিকারিক ও নিরাপত্তারক্ষীদের সঙ্গে বৈঠক করেন বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়। তারপরেই বেশ কিছু নতুন নিয়মের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়।
নয়া নিয়মে বলা হয়েছে, বিধায়কদের আই কার্ড মাস্ট, ভিজিটরদের ছবি তোলা হবে। তার পর প্রবেশের অনুমতি দেওয়া হবে। আগে এমনটাই ছিল না। বিধায়কদের সঙ্গে এক গাড়িতে কর্মী, সমর্থক আত্মীয় পরিজন প্রবেশ নয়। সমস্ত গেটে ওয়েব ক্যামেরা বসছে। যাতে প্রত্যেকের মুখ ধরা পড়ে।বিধানসভার পশ্চিম গেট কেবলমাত্র ভিজিটার্সদের জন্য। পরিচয় পত্র ছাড়া স্টাফ, সাংবাদিক, বিধায়ক কেউ প্রবেশ করতে পারবেন না।