TRENDING:

Parliament Security Breach: পার্লামেন্ট ‘স্মোক অ্যাটাকে’র সঙ্গে এবার কলকাতা যোগ! এ শহরেই থাকতেন মূলচক্রী ললিত, কী করতেন জানেন?

Last Updated:

পুলিশ-প্রশাসন সূত্রের খবর, বুধবার সংসদে শীতকালীন অধিবেশন চলাকালীন হলুদ ধোঁয়া উড়িয়ে, সাংসদদের বেঞ্চের উপরে ঝাঁপ দিয়ে হুলস্থূল কাণ্ড বাঁধিয়ে গ্রেফতার হন ২ জন, সংসদ চত্বরের বাইরে থেকে গ্রেফতার হন বাকি ২ জন৷ সূত্রের খবর, এঁরা প্রত্যেকেই সোশ্যাল মিডিয়ার ‘ভগৎ সিং ফ্যানক্লাবের’ সদস্য৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: গতকালই কানাঘুঁষো শোনা যাচ্ছিল৷ বৃহস্পতিবার তা স্পষ্টও হয়ে গেল৷ সামনে এল সংসদ ‘স্মোক অ্যাটাকে’র কলকাতা কানেকশন৷ পার্লামেন্টের গতকালের নিরাপত্তা লঙ্ঘনের ঘটনায় ইতিমধ্যেই ৫ জন অভিযুক্তকে গ্রেফতার করেছে দিল্লি পুলিশ৷ তার মধ্যে ৪ জন তো ঘটনার সময়েই সংসদ চত্বর থেকে গ্রেফতার হন৷ বিক্রম নামের পঞ্চম জন গ্রেফতার হন রাতের দিকে৷ হামলার মাস্টারমাইন্ড গ্রুপের ষষ্ঠ সদস্য ললিত ঝা, এখনও পলাতক৷
advertisement

এবার এই ললিত ঝায়ের যোগসূত্রই পাওয়া গিয়েছে কলকাতার সঙ্গে৷ জানা গিয়েছে, রবীন্দ্র সরণিতে, ২১৮ নম্বর বাড়িতে টিউশন পড়াতে আসতেন এই ললিত৷ নম্র-ভদ্র স্বভাবের ললিতের কাছে এলাকার অনেক বাচ্চাই টিউশন পড়ত৷ দিনের অধিকাংশ সময় ২১৮, রবীন্দ্র সরণির ভাড়ার ঘরে টিউশন পড়িয়েই কাটাতেন ললিত ঝা৷ ললিত বিভিন্ন সমাজসেবামূলক কাজকর্মের সঙ্গেও যুক্ত ছিলেন বলে খবর৷

advertisement

যদিও গত দেড় বছর ধরে, এই ঠিকানায় আর পড়াতে আসেন না ওই তরুণ৷ স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, তার পর থেকে এলাকায় আর ললিতকে দেখা যায়নি৷ টিউশন পড়ানোর জন্য ভাড়া নেওয়া ঘরটিতে ললিত আর অন্য কোনও কাজকর্ম করতেন কি না, তা নিয়েও কিছু জানা যায়নি এখনও৷

আরও পড়ুন:‘ভগৎ সিং’-এর ভক্ত! পেশায় বেকার…এবার সামনে পার্লামেন্ট কাণ্ডের ৬ চক্রীর যোগসূত্র

advertisement

পুলিশ-প্রশাসন সূত্রের খবর, বুধবার সংসদে শীতকালীন অধিবেশন চলাকালীন হলুদ ধোঁয়া উড়িয়ে, সাংসদদের বেঞ্চের উপরে ঝাঁপ দিয়ে হুলস্থূল কাণ্ড বাঁধিয়ে গ্রেফতার হন ২ জন, সংসদ চত্বরের বাইরে থেকে গ্রেফতার হন বাকি ২ জন৷ সূত্রের খবর, এঁরা প্রত্যেকেই সোশ্যাল মিডিয়ার ‘ভগৎ সিং ফ্যানক্লাবের’ সদস্য৷

গতকাল সংসদের ভিতর থেকে গ্রেফতার করা হয় সাগর শর্মা এবং ৩৫ বছরের ডি মনোরঞ্জনকে৷ সংসদ ভবনের বাইরে বিক্ষোভরত অবস্থায় গ্রেফতার হন নীলম সিং ওরফে নীলম আজাদ এবং অমল শিণ্ডে৷ বাকি দু’জনের মধ্যে বিক্রমকে গতকাল রাতে গ্রেফতার করে পুলিশ৷ ললিত ঝা এখনও ফেরার৷

advertisement

আরও পড়ুন: পার্লামেন্টে ‘স্মোক অ্যাটাক’! গুরুগ্রামে গভীর রাতে বৈঠক, কী ভাবে তৈরি হয়েছিল ব্লু প্রিন্ট?

সেরা ভিডিও

আরও দেখুন
শীতের মরশুম এলেই গৃহবধূদের উপরি রোজগার! সংসার সামলে ছুটছেন মোয়ার দোকানে
আরও দেখুন

নীলম হরিয়ানার হিসারের বাসিন্দা। অমল মহারাষ্ট্রের লাতুরের। সাগর শর্মা এবং মনোরঞ্জন ডি কর্ণাটকের৷ তবে দু’জনে আলাদা শহরের থাকেন। বিক্রমের বাড়ি গুরুগ্রামে৷ সূত্রের খবর, এদিনের ঘটনার আগে বিক্রমের গুরুগ্রামের বাড়িতেই ছিলেন এই ৬ জন৷ সেখানেই এই গোটা ঘটনার ব্লু প্রিন্ট তৈরি হয়৷ পুলিশ জানাচ্ছে, এই ৬ জনই সোশ্যাল মিডিয়া গ্র্রুপ ‘ভগৎ সিং ফ্যানক্লাবের সদস্য’৷ গত ৪ বছর ধরে এঁদের মধ্যে যোগাযোগ রয়েছে৷ গত ৩ মাস ধরে এঁরা এই পার্লামেন্টে ‘স্মোক অ্যাটাকে’র পরিকল্পনা করছিলেন৷ এমনকি, বুধবারের ঘটনার আগেও পার্লামেন্টে রেকি করে গিয়েছিল তাঁরা৷ গোটা ঘটনায় কর্ণাটক, মহারাষ্ট্র, হরিয়াণা, কলকাতার একাধিক গ্রুপ জড়িত থাকতে পারেন বলে মনে করছেন গোয়েন্দারা৷

Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
বাংলা খবর/ খবর/কলকাতা/
Parliament Security Breach: পার্লামেন্ট ‘স্মোক অ্যাটাকে’র সঙ্গে এবার কলকাতা যোগ! এ শহরেই থাকতেন মূলচক্রী ললিত, কী করতেন জানেন?
Open in App
হোম
খবর
ফটো
লোকাল