এসএসসি নিয়োগে দু্র্নীতি সংক্রান্ত মামলায় নাম জড়িয়েছে স্কুল শিক্ষা দফতরের প্রতিমন্ত্রী পরেশ অধিকারীর বিরুদ্ধে৷ তাঁর মেয়েকে স্কুল শিক্ষিকার চাকরি পাইয়ে িদতে তিনি প্রভাব খাটিয়েছেন, এই অভিযোগের সত্যতা খতিয়ে দেখতে মঙ্গলবার সিবিআই অনুসন্ধানের নির্দেশ দেয় কলকাতা হাইকোর্ট৷ অভিযোগের সত্যতা প্রমাণ হলেই সিবিআই পূর্ণাঙ্গ তদন্ত করবে বলেও জানান বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়৷ মঙ্গলবার রাতেই মন্ত্রীকে সিবিআই দফতরে হাজিরার নির্দেশ দিয়েছিল হাইকোর্ট৷
advertisement
আরও পড়ুন: মেয়েকে শিক্ষিকা করতে প্রভাব খাটিয়েছেন? আজই সিবিআই দফতরে যেতে হবে মন্ত্রী পরেশ অধিকারীকে
কিন্তু মঙ্গলবার কোচবিহারের মেখলিগঞ্জে ছিলেন পরেশ অধিকারী৷ আদালতের নির্দেশ শুনে মঙ্গলবার রাতে জলপাইগুড়ি রোড স্টেশন থেকে শিয়ালদহগামী পদাতিক এক্সপ্রেসে ওঠেন পরেশ অধিকারী এবং তাঁর মেয়ে অঙ্কিতা৷ ট্রেনের এইচ -১ কামরার সি কেবিনে ছিলেন তাঁরা৷
আরও পড়ুন: তাঁকে নিয়ে তোলপাড় রাজ্য, মেখলিগঞ্জে মিছিলে মন্ত্রী পরেশ! আজ সম্ভবত দিচ্ছেন না হাজিরা
কিন্তু সকালে পদাতিক এক্সপ্রেস কলকাতায় পৌঁছলেও ট্রেন থেকে নামেননি পরেশ অধিকারী বা তাঁর মেয়ে৷ ট্রেনে থাকা এক রেলকর্মী দাবি করেন, মন্ত্রী আসছেন বলে তাঁদের কাছে খবর ছিল৷ সেই মতো ভোরবেলা মন্ত্রীর কিছু প্রয়োজন কি না, তা জানতে এইচ-১ কামরার সি কেবিনে যান তিনি৷ কিন্তু সেখানে ছিলেন না মন্ত্রী বা তাঁর মেয়ে৷ ওই রেলকর্মীরা জানান, অন্যান্য কয়েকজন যাত্রী জানান, ট্রেন বর্ধমানে ঢোকার আগেই নিজেদের মালপত্র নিয়ে কেবিন থেকে বেরিয়ে যান পরেশ অধিকারী এবং তাঁর মেয়ে৷ ফলে, সম্ভবত তাঁরা বর্ধমানে নেমে গিয়েছেন বলেই মনে করা হচ্ছে৷ কলকাতায় সংবাদমাধ্যমকে এড়াতেই পরেশ অধিকারী এবং তাঁর মেয়ে বর্ধমানে নেমে গেলেন কি না, সেই প্রশ্নও উঠছে৷
মঙ্গলবার ট্রেনে ওঠার আগে পরেশ অধিকারী জানিয়েছিলেন, কলকাতায় পৌঁছে আইনজীবীদের সঙ্গে কথা বলেই পরবর্তী সিদ্ধান্ত নেবেন তিনি৷ শেষ পর্যন্ত আজ মন্ত্রী সিবিআই-এর সামনে হাজিরা দেন কি না, সেদিকেই এখন নজর সবার৷
সহ প্রতিবেদন- শান্তনু কর