গণনার আগেই ২১টি পঞ্চায়েত সমিতিতে বিনা যুদ্ধে জয়ী হয়েছে তৃণমূল৷ ২৫৩ পঞ্চায়েতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী শাসকদল৷ কোচবিহারে ৫ গ্রাম পঞ্চায়েতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় TMC-র৷ উত্তর দিনাজপুরে চোপড়া পঞ্চায়তে সমিতিতে বিনা যুদ্ধে জয় তৃণমূলের৷ উত্তর দিনাজপুরে ৮ পঞ্চায়েতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় TMC-র৷
আরও পড়ুন: কার দখলে বাংলার গ্রাম? পঞ্চায়েত ভোটের ফলাফল লাইভ দেখুন শুধুমাত্র নিউজ ১৮ বাংলা-য়
advertisement
বাঁকুড়ায় ৪ পঞ্চায়েত সমিতিতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় তৃণমূলের৷ বাঁকুড়ায় ৩৪টি গ্রাম পঞ্চায়েতে জয় এসেছে বিনা যুদ্ধে৷ বীরভূমে ৫ পঞ্চায়েত সমিতিতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী তৃণমূল৷ বীরভূমে ৪৯ পঞ্চায়েতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়৷
মালদায় ১ গ্রাম পঞ্চায়েতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় তৃণমূলের৷ মুর্শিদাবাদে ২ গ্রাম পঞ্চায়েতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়৷ পূর্ব বর্ধমানে ২ পঞ্চায়েত সমিতিতে বিনা যুদ্ধে তৃণমূলের জয়৷ পূর্ব বর্ধমানে ১৭ পঞ্চায়েতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়৷ পশ্চিম বর্ধমানে ৯ পঞ্চায়েতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় TMC-র৷
আরও পড়ুন:নিজের ঘরেই হার আরাবুল ইসলামের! ভাঙড়ে মুখ থুবড়ে পড়ল তৃণমূল, জয়ী জমিরক্ষা কমিটি
নদিয়ায় ১ গ্রাম পঞ্চায়েতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় তৃণমূলের৷ ঝাড়গ্রামে ৩ গ্রাম পঞ্চায়েতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় তৃণমূলের৷ পশ্চিম মেদিনীপুরে কেশপুর পঞ্চায়েত সমিতি বিনা যুদ্ধে জয়৷ পশ্চিম মেদিনীপুরে ২২ পঞ্চায়েতে বিনা যুদ্ধে জয় TMC-র৷
হুগলিতে ধনেখালি পঞ্চায়েত সমিতিতে বিনা যুদ্ধে জয়ী TMC৷ হুগলির ১১ গ্রাম পঞ্চায়েতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় তৃণমূলের৷ হাওড়ায় উদয়নারায়ণপুর পঞ্চায়েত সমিতি তৃণমূলের দখলে৷ হাওড়ায় ১৫ গ্রাম পঞ্চায়েতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী তৃণমূল৷
উত্তর ২৪ পরগনায় ২৯ পঞ্চায়েতে বিনা যুদ্ধে জয়ী তৃণমূল৷ দক্ষিণ ২৪ পরগনায় ৬ পঞ্চায়েত সমিতিতে বিনা যুদ্ধে জয়ী TMC৷ দক্ষিণ ২৪ পরগনায় ৪৭ পঞ্চায়েতে বিনা যুদ্ধে জয়ী TMC৷