পঞ্চায়েত ভোটে রাজ্যের ৩৩৯টি কেন্দ্রে সঠিক সময় গণনার কাজ শুরু হয়েছে বলে রাজ্য নির্বাচন কমিশন। সকাল ১২ পর্যন্ত পাওয়া খবরে জানা যাচ্ছে, গ্রাম পঞ্চায়েতের ৩৩১৭ টি আসনের মধ্যে ৪২৩টি আসনে এগিয়ে তৃণমূল কংগ্রেস। বিজেপি ৬ টি আসনে এগিয়ে। বামেরা ৩ টি আসনে এগিয়ে অন্যদিকে নির্দল প্রার্থী এগিয়ে রয়েছেন ২৮ টি আসনে।
advertisement
আরও পড়ুন : কার দখলে বাংলার গ্রাম? পঞ্চায়েত ভোটের ফলাফল লাইভ দেখুন শুধুমাত্র নিউজ ১৮ বাংলা-য়
পশ্চিম মেদিনীপুরের পিংলাতে বেশ কয়েকটি গ্রাম পঞ্চায়েত আসনে শুরু হয়েছে আবির খেলা। একে একে জয়ের খবর আসতেই, সবুজ আবিরে রাঙতে শুরু করেছে কাকদ্বীপ ব্লক। কাকদ্বীপ ব্লকের প্রতাপাদিত্য নগর গ্রাম পঞ্চায়েতের পুকুরবেড়িয়ার প্রার্থীদের মালা পরিয়ে জয়ের উল্লাস তৃণমূলের কর্মী সমর্থকদের। এই পঞ্চায়েতে মোট ২৮ টি সিট রয়েছে। এক একটি বুথের রেজাল্ট ধীরে ধীরে বাইরে আসতে শুরু করেছে। তবে তৃণমূল কংগ্রেস এখনও পর্যন্ত বেশিরভাগ সিটে এগিয়ে রয়েছে। আর তাতেই উৎসবের মেজাজে ঘাসফুল শিবির।