কেন্দ্রীয় বাহিনী মোতায়েন নিয়ে প্রথম থেকেই সতর্ক রাজ্য নির্বাচন কমিশন। এই নির্বাচনে যে যে জায়গায় অশান্তির ঘটনা ঘটেছে সেই জায়গায় মোতায়েন করতে হবে কেন্দ্রীয় বাহিনী।জেলা গুলোকে নির্দেশিকা দিয়ে জানাল রাজ্য নির্বাচন কমিশন।
advertisement
কেন্দ্রীয় বাহিনী মোতায়নের ক্ষেত্রে স্পর্শকাতর অঞ্চল গুলিতে বিশেষ গুরুত্ব দিতে হবে। এখনও পর্যন্ত এই পঞ্চায়েত নির্বাচনের যে যে জায়গায় অশান্তির ঘটনা ঘটেছে সেই জায়গাগুলোকে বিশেষ গুরুত্ব দিতে হবে। কেন্দ্রীয় বাহিনী মোতায়েন নিয়ে জেলায় জেলায় এই মর্মে বিশেষ নির্দেশিকার রাজ্য নির্বাচন কমিশনের।
আরও পড়ুন: ‘লক্ষ্মীর ভাণ্ডার পেয়েছ…?’ উত্তর শুনেই চটলেন! খয়রাশোলে এ কী রূপে শতাব্দী রায়?
অবশেষে রাজ্য নির্বাচন কমিশনের দাবি মানল কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। ক্যাটাগরি ভিত্তিক কেন্দ্রীয় বাহিনী মোতায়েন কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক ঠিক করে দেবে। এই মর্মে রাজ্য নির্বাচন কমিশনকে জানানো হল বলেই কমিশন সূত্রে খবর। এবার রাজ্য নির্বাচন কমিশনের প্রস্তাব মত শীঘ্রই বাহিনী মোতায়েন শুরু হবে বলেই কমিশন সূত্রে খবর।
FINAL-DISTRICT-WISE 315 CAPF COYS – Copy
মূলত কেন্দ্রীয় বাহিনী মোতায়েন নিয়ে কমিশন – বিএসএফ তরজা চলছিল। কমিশন দাবি করছিল তারা ক্যাটাগরি ভিত্তিক জানায় না। অন্যদিকে বিএসএফ এর তরফে ক্যাটাগরি ভিত্তিক জানানোর কথা বলছিল। অবশেষে সেই জটিলতা কাটল।