Satabdi Roy: 'লক্ষ্মীর ভাণ্ডার পেয়েছ...?' উত্তর শুনেই চটলেন! খয়রাশোলে এ কী রূপে শতাব্দী রায়?

Last Updated:

Satabdi Roy: তৃতীয় দিনে খয়রাশোল ব্লক এলাকায় প্রচার করলেন তৃণমূল সাংসদ শতাব্দী রায়৷ সোমবার দিনভর তিনি ওই ব্লকের একাধিক পঞ্চায়েত এলাকায় প্রচার করেন।

+
সাংসদ

সাংসদ শতাব্দী রায়

বীরভূম: তৃতীয় দিনে খয়রাশোল ব্লক এলাকায় প্রচার করলেন তৃণমূল সাংসদ শতাব্দী রায়৷ সোমবার দিনভর তিনি ওই ব্লকের একাধিক পঞ্চায়েত এলাকায় প্রচার করেন। সেখানে কোথাও গ্রামবাসীরা তাঁকে নানান দাবিদাওয়া জানান। তো কোথাও এলাকার মানুষের সঙ্গে কথা বলেন সাংসদ।
সিউড়ির পর খয়রাশোলেও এদিন ফের ক্ষোভের মুখে পড়েন তৃণমূল সাংসদ শতাব্দী রায়। বীরভূমে নিজের কেন্দ্রে গ্রামবাসীদের ক্ষোভের মুখে তৃণমূল সাংসদ। সরকারি প্রকল্পের সুবিধা না পাওয়া নিয়ে নালিশ গ্রামবাসীদের। গ্রামবাসীদের ক্ষোভের মুখে পড়ে মেজাজ হারান শতাব্দী।
advertisement
advertisement
গত শনিবার থেকে জেলায় পঞ্চায়েত ভোটকে সামনে রেখে প্রচার শুরু করেছেন সাংসদ শতাব্দী রায়। তিনি জেলার এক একটি ব্লকে দিনভর প্রচারের কর্মসূচি রেখেছেন। প্রথম দিন তিনি সিউড়ি ২ ব্লকে দিনভর প্রচার করেন। এদিন তাঁর খয়রাশোল ব্লক এলাকায় প্রচার কর্মসূচি ছিল। সেই মতো এদিন তিনি প্রথমে শহরভাঙা গ্রামে যান। সেখান থেকে তিনি লোকপুর পঞ্চায়েতের গাঙপুর গ্রামে যান। সেখানে গ্রামবাসীরা সাংসদকে ঘিরে ধরে কিছু অভিযোগ জানান।সেখান থেকে তিনি ভাদুরিয়া-সহ একাধিক গ্রামে যান। সব শেষে তিনি লোকপুরে যান। সেখানে একটি জনসভা করেন। পাশাপাশি তিনি এদিন একাধিক পঞ্চায়েত এলাকায় সভা করেন।
advertisement
শুভদীপ পাল
view comments
বাংলা খবর/ খবর/বীরভূম/
Satabdi Roy: 'লক্ষ্মীর ভাণ্ডার পেয়েছ...?' উত্তর শুনেই চটলেন! খয়রাশোলে এ কী রূপে শতাব্দী রায়?
Next Article
advertisement
Samir Putatunda: প্রয়াত প্রবীণ বামপন্থী নেতা সমীর পুততুণ্ড! 'নিজের কাউকে হারালাম', শোকপ্রকাশ মমতার
প্রয়াত প্রবীণ বামপন্থী নেতা সমীর পুততুণ্ড! 'নিজের কাউকে হারালাম', শোকপ্রকাশ মমতার
  • প্রয়াত প্রবীণ বামপন্থী নেতা সমীর পুততুণ্ড৷

  • ৭৪ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ৷

  • শোকপ্রকাশ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷

VIEW MORE
advertisement
advertisement