TRENDING:

Panchayat Election 2023: গ্রামের লড়াইয়ে 'হিট' TMC! অনেক পিছিয়ে BJP-বাম, দেখুন কোন দলের পকেটে কত আসন

Last Updated:

Panchayat Election 2023: জ্যের উত্তর থেকে দক্ষিণ সর্বত্র যেন ঘাসফুল ঝড়। উত্তরবঙ্গ এবং জঙ্গলমহলের বিজেপির ভোটব্যাঙ্কেও থাবা বসিয়েছে ঘাসফুল

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: রাজ্যের ৩,৩১৭টি গ্রাম পঞ্চায়েতের ফলাফল সামনে এসেছে। রাজ্যের উত্তর থেকে দক্ষিণ সর্বত্র যেন ঘাসফুল ঝড়। উত্তরবঙ্গ এবং জঙ্গলমহলের বিজেপির ভোটব্যাঙ্কেও থাবা বসিয়েছে ঘাসফুল। মুর্শিদাবাদে কিছুটা সাফল্য পেয়েছে বাম-কংগ্রেস শিবির। পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রাম-সহ কিছু গ্রাম পঞ্চায়েতে কিছুটা ভাল ফল করেছে বিজেপি। কিন্তু প্রথম স্থান তৃণমূলের থেকে অনেক দূরে রয়েছে দ্বিতীয় বিজেপি। বেশ অনেকটা দূরে রয়েছে সিপিএম এবং কংগ্রেস। অপরদিকে কিছু জায়গায় ছাপ রাখতে পেরেছে আইএসএফ। ত্রিশঙ্কু হয়ে রয়েছে একাধিক গ্রাম পঞ্চায়েত।
অনেক পিছিয়ে BJP-বাম
অনেক পিছিয়ে BJP-বাম
advertisement

এখনও পর্যন্ত যা জানা গিয়েছে, ৩,৩১৭টি গ্রাম পঞ্চায়েতের মধ্যে ২,৬৪৫ গ্রাম পঞ্চায়েত জিতেছে তৃণমূল। বিজেপি জিতেছে ২৩৭টি গ্রাম পঞ্চায়েত। বাম শিবির পেয়েছে ২৬টি এবং কংগ্রেস পেয়েছে ২১টি আসন। অন্যান্যরা পেয়েছে ১১০টি আসন। অন্যদিকে, ত্রিশঙ্কু হয়ে রয়েছে ২৭৮টি আসন।

গ্রাম পঞ্চায়েতের হিসাবে (বেলা ১২টা পর্যন্ত) যদি আসন সংখ্যা হিসাবে দেখা হয়, তাহলে ৬৩,২২৯টি আসনের মধ্যে তৃণমূলের হাতে রয়েছে ৩৫,৩৪৪টি। বিজেপির হাতে ৯৮১২টি আসন। বাম শিবির ৩,১৫২টি আসন। কংগ্রেস পেয়েছে ২,৫৯২টি আসন। নির্দলরা পেয়েছে ২,০৮৭টি আসন। অন্যান্যরা পেয়েছে ৮৩৮টি আসন।

advertisement

আরও পড়ুন, কুড়িতে কুড়ি! বিরোধীশূন্য ৮! জেলা পরিষদে সবুজ সুনামি, গ্রাম বাংলায় তৃণমূল ঝড়

আরও পড়ুন, তৃণমূলের দখলে দক্ষিণ ২৪ পরগনা, জেলা পরিষদ থেকে পঞ্চায়েত- সর্বত্র ফুটছে ঘাসফুল

সেরা ভিডিও

আরও দেখুন
শীতের মরশুম এলেই গৃহবধূদের উপরি রোজগার! সংসার সামলে ছুটছেন মোয়ার দোকানে
আরও দেখুন

পঞ্চায়েত সমিতির দিকে যদি তাকানো যায়, (বেলা ১২টা পর্যন্ত) তাহলে সেখানেও ঘাসফুল শিবির। পঞ্চায়েত সমিতির ৯৭৩০টি আসনের মধ্যে তৃণমূল পেয়েছে ৬,৫৩১টি আসন। বিজেপি পেয়েছে ১,০১৬টি আসন। বামফ্রন্ট পেয়েছে ১৯০টি আসন। কংগ্রেস পেয়েছে ২৬৪টি আসন। নির্দলদের হাতে ১৫৩টি আসন। অন্যানরা পেয়েছে ৩৪টি আসন। পঞ্চায়েত সমিতির ফলাফলের নিরিখে ঘাসফুল ঝড়ের মধ্যেও দ্বিতীয় স্থানে রয়েছে বিজেপি। কিন্তু তৃতীয় স্থানে রয়েছে কংগ্রেস। চতুর্থ স্থানে চলে গিয়েছে বামফ্রন্ট।

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
বাংলা খবর/ খবর/কলকাতা/
Panchayat Election 2023: গ্রামের লড়াইয়ে 'হিট' TMC! অনেক পিছিয়ে BJP-বাম, দেখুন কোন দলের পকেটে কত আসন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল