এখনও পর্যন্ত যা জানা গিয়েছে, ৩,৩১৭টি গ্রাম পঞ্চায়েতের মধ্যে ২,৬৪৫ গ্রাম পঞ্চায়েত জিতেছে তৃণমূল। বিজেপি জিতেছে ২৩৭টি গ্রাম পঞ্চায়েত। বাম শিবির পেয়েছে ২৬টি এবং কংগ্রেস পেয়েছে ২১টি আসন। অন্যান্যরা পেয়েছে ১১০টি আসন। অন্যদিকে, ত্রিশঙ্কু হয়ে রয়েছে ২৭৮টি আসন।
গ্রাম পঞ্চায়েতের হিসাবে (বেলা ১২টা পর্যন্ত) যদি আসন সংখ্যা হিসাবে দেখা হয়, তাহলে ৬৩,২২৯টি আসনের মধ্যে তৃণমূলের হাতে রয়েছে ৩৫,৩৪৪টি। বিজেপির হাতে ৯৮১২টি আসন। বাম শিবির ৩,১৫২টি আসন। কংগ্রেস পেয়েছে ২,৫৯২টি আসন। নির্দলরা পেয়েছে ২,০৮৭টি আসন। অন্যান্যরা পেয়েছে ৮৩৮টি আসন।
advertisement
আরও পড়ুন, কুড়িতে কুড়ি! বিরোধীশূন্য ৮! জেলা পরিষদে সবুজ সুনামি, গ্রাম বাংলায় তৃণমূল ঝড়
আরও পড়ুন, তৃণমূলের দখলে দক্ষিণ ২৪ পরগনা, জেলা পরিষদ থেকে পঞ্চায়েত- সর্বত্র ফুটছে ঘাসফুল
পঞ্চায়েত সমিতির দিকে যদি তাকানো যায়, (বেলা ১২টা পর্যন্ত) তাহলে সেখানেও ঘাসফুল শিবির। পঞ্চায়েত সমিতির ৯৭৩০টি আসনের মধ্যে তৃণমূল পেয়েছে ৬,৫৩১টি আসন। বিজেপি পেয়েছে ১,০১৬টি আসন। বামফ্রন্ট পেয়েছে ১৯০টি আসন। কংগ্রেস পেয়েছে ২৬৪টি আসন। নির্দলদের হাতে ১৫৩টি আসন। অন্যানরা পেয়েছে ৩৪টি আসন। পঞ্চায়েত সমিতির ফলাফলের নিরিখে ঘাসফুল ঝড়ের মধ্যেও দ্বিতীয় স্থানে রয়েছে বিজেপি। কিন্তু তৃতীয় স্থানে রয়েছে কংগ্রেস। চতুর্থ স্থানে চলে গিয়েছে বামফ্রন্ট।