এদিন সকাল থেকেই ভাঙড়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে যায়। মুড়িমুড়কির মতো বোমাবাজির অভিযোগ ওঠে। পুলিশকে লক্ষ্য করে ইট এবং পাথরও ছোঁড়া হয়। শেষে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে লাঠিচার্জ করে। কাঁদানে গ্যাসের শেল ফাটানো হয়। অভিষেকের নবোজোয়ার যাত্রার আগেই উত্তপ্ত হয়ে যায় ভাঙড়ের পরিস্থিতি।
অন্যদিকে, ভাঙড়ের ঘটনা নিয়ে রাজ্য নির্বাচন কমিশনারের ফোন দক্ষিণ ২৪ পরগনার জেলাশাসক কে। দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার নির্দেশ। পাশাপাশি আরও ফোর্স বাড়ানোর নির্দেশ। জানা গিয়েছে, পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা যাচ্ছেন ভাঙড়ে। উপদ্রুত এলাকায় পুলিশকে দ্রুত রুট মার্চ করার নির্দেশ কমিশনের।
advertisement
আরও পড়ুন, ভাঙল কাচ, ফের আক্রান্ত নিউ জলপাইগুড়ি-হাওড়া বন্দে ভারত এক্সপ্রেস
আরও পড়ুন, মনোনয়ন পত্র জমা দেওয়া নিয়ে চরম উত্তেজনা, বর্ধমানের ‘এখানে’ যা হল
নির্বাচন কমিশন জানিয়েছে, মনোনয়ন সংক্রান্ত কমিশনের কাছে যদি কোনও অভিযোগ আসে, তাহলে সংশ্লিষ্ট জেলার প্রশাসনকে নির্দেশ দেওয়া হচ্ছে, তারা যাতে মনোনয়ন জমা দিতে পারেন তার ব্যবস্থা করতে হবে। যদি কেউ মনোনয়ন জমা দিতে না পারেন, তাঁকে পুলিশে নিরাপত্তা দিয়ে মনোনয়ন জমা দেওয়ার নির্দেশ কমিশনের।