TRENDING:

Pradhanmantri Awas Yojana: নজরে পঞ্চায়েত ভোট, বঙ্গ বিজেপির হাতিয়ার আবাস 'দুর্নীতি', চালু হবে হেল্পলাইন নম্বর

Last Updated:

Panchayat Election 2023-'হেল্পলাইন নাম্বার চালু করার পাশাপাশি গ্রামে গ্রামে বিলি করা হবে লিফলেট'। বললেন সুকান্ত মজুমদার। 

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: আবাস নিয়ে অভিযোগ জানাতে এবার হেল্পলাইন নম্বর চালু করতে চলেছে বঙ্গ বিজেপি। প্রধানমন্ত্রী আবাস যোজনায় দুর্নীতির অভিযোগ নিয়ে উত্তাল রাজ্য রাজনীতি। বিক্ষোভ জারি জেলায় জেলায়। পঞ্চায়েত নির্বাচনে এবার মানুষের কাছে পৌঁছতে হেল্পলাইন নম্বর চালু করতে চলেছে গেরুয়া শিবির। এ ব্যাপারে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বলেন,' শীঘ্রই হেল্পলাইন নাম্বার চালু করার পাশাপাশি হোয়াটসঅ্যাপ বা ফোনের মাধ্যমে আবাস নিয়ে দুর্নীতি সহ বিভিন্ন অভিযোগ  জানালে উপযুক্ত জায়গায় পৌছানোর চেষ্টা করব আমরা'।
Panchayat Election 2023: BJP is making abas yojona a tool to fight election
Panchayat Election 2023: BJP is making abas yojona a tool to fight election
advertisement

বলা বাহুল্য, প্রধানমন্ত্রী আবাস যোজনায় 'দুর্নীতি'র অভিযোগ খতিয়ে দেখতে রাজ্যে এসে পৌঁছেছে কেন্দ্রীয় দল। কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রকের ছ'জনের অনুসন্ধানকারী দলের সদস্যরা ইতিমধ্যেই এসে হাজির হয়েছেন রাজ্যে।

আরও পড়ুন -  Weather Alert: ধাঁইধাঁই করে নামছে তাপমাত্রা প্রবল শীতে কলকাতার হাড় হিম! তাপমাত্রা ১০ ডিগ্রির কোঠায়

আরও পড়ুন -  ‘‘ওঁরা বয়স্ক এই শীতে ওঁদের খাট দেওয়া হোক’’জেলে পার্থ চট্টোপাধ্যায়দের জন্য খাট চাইলেন আইনজীবী

advertisement

এই মুহূর্তে তারা পূর্ব মেদিনীপুর এবং মালদাতে রয়েছে । প্রশাসনিক কর্তাদের সঙ্গে বৈঠক করার পাশাপাশি সরেজমিনে বাড়ি তৈরি হয়েছে এমন জায়গায় পৌঁছে সঠিক নিয়ম মেনে আবাস যোজনার ঘর মিলেছে কিনা সেই বিষয়ে তথ্য সংগ্রহ করছে কেন্দ্রীয় দলের সদস্যরা। দরজায় কড়া নাড়ছে পঞ্চায়েত ভোট। এই পরিস্থিতিতে বঙ্গ বিজেপির পদ্ম নেতাদের  অন্যতম হাতিয়ার শাসক দলের দুর্নীতি। পঞ্চায়েত ভোট যেহেতু গ্রাম বাংলার ভোট তাই আবাস যোজনায় দুর্নীতি ইসুকেই এই মুহূর্তে আঁকড়ে ধরে গ্রাম বাংলার মানুষের কাছে পৌঁছতে চাইছে বঙ্গ বিজেপি নেতৃত্ব।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
কালীপুজোর রাতে পুড়ে ছাই হয়ে গেল বাড়ি! বিধ্বংসী অগ্নিকাণ্ডে ২ পরিবারের সর্বনাশ
আরও দেখুন

বৃহস্পতিবার কোর কমিটির বৈঠক শেষে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার এও বলেন,' পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখে  অঞ্চল সম্মেলন। জেলা ভাগ করে রাজ্য স্তরের নেতারা সেই সম্মেলনে অংশ নেওয়ার পাশাপাশি হেল্পলাইন নাম্বার ছাড়াও দুর্নীতি নিয়ে  কেন্দ্রীয় লিফলেট গ্রামে গ্রামে বিলি করা হবে যাতে  থাকবে আমরা পঞ্চায়েতে  ক্ষমতায় এলে কি কি করব'। কাটমানি ও দুর্নীতি মুক্ত পঞ্চায়েতই যে গেরুয়া শিবিরের একমাত্র লক্ষ্য তাও এদিন স্পষ্ট জানান সুকান্ত মজুমদার। সব মিলিয়ে  খুব শীঘ্রই আবাস নিয়ে দুর্নীতি সহ একাধিক অভিযোগ জানাতে হেল্পলাইন নাম্বার চালু করে গ্রাম বাংলার মানুষের সমর্থন আদায়ের পাশাপাশি জনসংযোগও  পদ্মফুল ব্রিগেডের অন্যতম লক্ষ বলে মনে করছে রাজনৈতিক মহলের একাংশ।   VENKATESWAR  LAHIRI

advertisement

বাংলা খবর/ খবর/কলকাতা/
Pradhanmantri Awas Yojana: নজরে পঞ্চায়েত ভোট, বঙ্গ বিজেপির হাতিয়ার আবাস 'দুর্নীতি', চালু হবে হেল্পলাইন নম্বর
Open in App
হোম
খবর
ফটো
লোকাল