Weather Alert: ধাঁইধাঁই করে নামছে তাপমাত্রা প্রবল শীতে কলকাতার হাড় হিম! তাপমাত্রা ১০ ডিগ্রির কোঠায়

Last Updated:
Weather Update: প্রায় পাঁচ বছর বাদে কলকাতায় জানুয়ারি মাসে তাপমাত্রা দশের কোঠায় নামল কলকাতায় , উত্তুরে হাওয়ার দাপটে হাড়ে কম্প বাঙালির৷
1/9
#কলকাতা : এক সপ্তাহের মধ্যে আবহাওয়ার ভোলবদল৷ নিউজ ১৮ বাংলায় ওয়েদার আপডেটে বারবার জানানো হয়েছিল এই সপ্তাহের শেষে শীত দারুণ ফর্মে ব্যাট করবে কলকাতা তথা দক্ষিণবঙ্গে আর সেটাই সত্যি হল ৷ শুক্রবার এ মরশুমে কলকাতার শীতলতম দিন৷ তাপমাত্রা নামল ১০ ডিগ্রির কোঠায়৷
#কলকাতা : এক সপ্তাহের মধ্যে আবহাওয়ার ভোলবদল৷ নিউজ ১৮ বাংলায় ওয়েদার আপডেটে বারবার জানানো হয়েছিল এই সপ্তাহের শেষে শীত দারুণ ফর্মে ব্যাট করবে কলকাতা তথা দক্ষিণবঙ্গে আর সেটাই সত্যি হল ৷ শুক্রবার এ মরশুমে কলকাতার শীতলতম দিন৷ তাপমাত্রা নামল ১০ ডিগ্রির কোঠায়৷
advertisement
2/9
আলিপুর ওয়েদার অফিস জানিয়েছে শুক্রবারের সর্বনিম্ন তাপমাত্রা নামল ১০.৯ ডিগ্রিতে৷  যা স্বাভাবিকের চেয়ে ৩ ডিগ্রি নিচে৷
আলিপুর ওয়েদার অফিস জানিয়েছে শুক্রবারের সর্বনিম্ন তাপমাত্রা নামল ১০.৯ ডিগ্রিতে৷  যা স্বাভাবিকের চেয়ে ৩ ডিগ্রি নিচে৷
advertisement
3/9
একদিকে হু হু করে তাপমাত্রার পতন অন্যদিকে প্রবল উত্তরে হাওয়া জোড়া ফলায় একেবারে নাজেহাল কলকাতাবাসী৷
একদিকে হু হু করে তাপমাত্রার পতন অন্যদিকে প্রবল উত্তরে হাওয়া জোড়া ফলায় একেবারে নাজেহাল কলকাতাবাসী৷
advertisement
4/9
কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলা প্রবল শৈত্যপ্রবাহের ইঙ্গিত৷ রবিবার অবধি জারি থাকবে তাপমাত্রার ঝপঝপ করে পতন৷
কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলা প্রবল শৈত্যপ্রবাহের ইঙ্গিত৷ রবিবার অবধি জারি থাকবে তাপমাত্রার ঝপঝপ করে পতন৷
advertisement
5/9
শুধু রবিবার অবধি হাড়ে কম্প দিয়ে শীত থাকবে তাই নয়, ওয়েদার আপ়ডেট অনুযায়ি আগামী সপ্তাহান্তেও ফের শীতের এই দারুণ ইনিংস জারি থাকবে৷
শুধু রবিবার অবধি হাড়ে কম্প দিয়ে শীত থাকবে তাই নয়, ওয়েদার আপ়ডেট অনুযায়ি আগামী সপ্তাহান্তেও ফের শীতের এই দারুণ ইনিংস জারি থাকবে৷
advertisement
6/9
শুক্রবারের ১০.৯ ডিগ্রি সেলসিয়াসের পর শনিবার আরও পতন হওয়ার সম্ভবনা সর্বনিম্ন তাপমাত্রায়৷ রবিবার ও সোমবার পারদ পতনে একটু ফুলস্টপ হলেও এরপরেও ফের হবে তাপমাত্রার পতন৷
শুক্রবারের ১০.৯ ডিগ্রি সেলসিয়াসের পর শনিবার আরও পতন হওয়ার সম্ভবনা সর্বনিম্ন তাপমাত্রায়৷ রবিবার ও সোমবার পারদ পতনে একটু ফুলস্টপ হলেও এরপরেও ফের হবে তাপমাত্রার পতন৷
advertisement
7/9
 উত্তরবঙ্গে সর্বনিম্ন তাপমাত্রা আরও তিন ডিগ্রি নামতে পারে। আগামী ৬-৭ দিন রাজ্যজুড়ে ১৫-এর নীচে থাকবে তাপমাত্রা।
 উত্তরবঙ্গে সর্বনিম্ন তাপমাত্রা আরও তিন ডিগ্রি নামতে পারে। আগামী ৬-৭ দিন রাজ্যজুড়ে ১৫-এর নীচে থাকবে তাপমাত্রা।
advertisement
8/9
২০১৭-র পর কলকাতায় এই প্রথম ১০ ডিগ্রির ঘরে নামল৷ ২০১৮ তে জানুয়ারিতে নেমেছিল ১১ ডিগ্রি সেলসিয়াস৷ এবার ইতিমধ্যেই তা নেমে গেল ১০.৯ ডিগ্রি সেলসিয়াসে৷
২০১৭-র পর কলকাতায় এই প্রথম ১০ ডিগ্রির ঘরে নামল৷ ২০১৮ তে জানুয়ারিতে নেমেছিল ১১ ডিগ্রি সেলসিয়াস৷ এবার ইতিমধ্যেই তা নেমে গেল ১০.৯ ডিগ্রি সেলসিয়াসে৷
advertisement
9/9
কিছু জেলায় কুয়াশার চাদর ভোরের দিকে থাকলেও বেলা বাড়লেই আকাশ পরিষ্কার এবং ঝকঝকে সূর্যালোক থাকবে৷
কিছু জেলায় কুয়াশার চাদর ভোরের দিকে থাকলেও বেলা বাড়লেই আকাশ পরিষ্কার এবং ঝকঝকে সূর্যালোক থাকবে৷
advertisement
advertisement
advertisement