ধৃতদের মোবাইল বাজেয়াপ্ত করে চলছে পরীক্ষা। অ্যাপের সাহায্য নিয়ে অনলাইনে টাকা পাঠানোর তথ্য হাতে এসেছে এনআইএ-এর হাতে। মুখে তিনটি লেনদেনের কথা বললেও এনআইএ মনে করছে একাধিক বার টাকা পাঠানো হয়েছে এদের সাহায্যে। তাই মোবাইল ও টাকা পাঠানোর অ্যাপের তথ্য যাচাই করতে চাইছে এনআইএ।
advertisement
এই দুজন ছাড়াও আর্থিক লেনদেনে কলকাতা থেকেও আরও কয়েকজন সন্দেহভাজনের যোগ রয়েছে বলে দাবি এনআইএ-এর। পাকিস্তানে গুপ্তচরবৃত্তির অভিযোগে কিছুদিন আগেই গ্রেফতার করা হয় সিআরপিএফ জওয়ান মোতিরাম জাঠকে। এবার মোতিরাম জাঠের সূত্র ধরেই এনআইএ-এর নজরে আরও একাধিক সন্দেহভাজন। লেনদেনের সূত্র ধরেই কলকাতার দু’জনকে তলব করল এনআইএ-এ।
আরও পড়ুন: থমকে গেল বিয়ে, বর-কনে হতবাক! বিয়েবাড়িতে চিৎকার, ‘আরসিবি, আরসিবি’! কী কাণ্ড দেখুন
লেনদেনের সূত্র ধরেই কলকাতার আরও দু’জনকে তলব ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি(NIA)। নজরে মহম্মদ মাসুদ ও মহম্মদ ওয়াকিল নামে দুই ব্যক্তি। মহম্মদ মাসুদ আলম মোমিনপুরের ট্রাভেল এজেন্সির মালিক। যিনি অ্যাপের মাধ্যমে অন লাইনে তিন বার টাকা পাঠিয়েছেন।
অমিত সরকার