TRENDING:

Pakistani Citizen in Kolkata: 'পাক নাগরিক' আজাদের অ‍্যাকাউন্টে অ‍্যাকাউন্টে ৫০ কোটির লেনদেন, ভোটার তালিকায় নাম, চাঞ্চল্যকর দাবি ইডির, এবার কি কেঁচো খুঁড়তে কেউটে?

Last Updated:

Pakistani Citizen in Kolkata: ইডির হাতে ধৃত পাক নাগরিক আজাদ মল্লিক ওরফে আজাদ হোসেনের সঙ্গে তার সহযোগীদের অ‍্যাকাউন্টে ৫০ কোটি টাকার লেনদেনের হদিশ তদন্তে। বিশেষ আদালতে এমটাই দাবি ইডির গোয়েন্দাদের। জানা গিয়েছে, নৈহাটি ও রাজারহাট-গোপালপুর এলাকার ভোটার তালিকায় নামও আছে এই আজাদের।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: ইডির হাতে ধৃত পাক নাগরিক আজাদ মল্লিক ওরফে আজাদ হোসেনের সঙ্গে তার সহযোগীদের অ‍্যাকাউন্টে ৫০ কোটি টাকার লেনদেনের হদিশ তদন্তে। বিশেষ আদালতে এমটাই দাবি ইডির গোয়েন্দাদের। জানা গিয়েছে, নৈহাটি ও রাজারহাট-গোপালপুর এলাকার ভোটার তালিকায় নামও আছে এই আজাদের।
অ‍্যাকাউন্টে অ‍্যাকাউন্টে ৫০ কোটি
অ‍্যাকাউন্টে অ‍্যাকাউন্টে ৫০ কোটি
advertisement

ইডির দাবি, এই আজাদ হোসেনের একাধিক অ‍্যাকাউন্টে গত তিন থেকে চার বছরের মধ্যে নগদে ৫০ কোটি টাকা দফায় দফায় জমা পড়েছে। এখানেই শেষ নয় আজাদের বিরুদ্ধে ভিসা ম‍্যানিপুলেট অর্থাৎ ভুয়ো ভিসা তৈরির তথ‍্যও সামনে এসেছে। ইডির দাবি, ইউরোপিয়ন দেশের ভিসা তৈরি করাতেন এই পাক নাগরিক, আজাদ। ইউরোপ ছাড়াও দুবাই, মালয়েশিয়া ও সৌদির জন‍্য ভিসা ও পাসপোর্ট তৈরি করে দিয়েছে আজাদ এমনটাই ইডির তরফে দাবি করা হয়েছে।

advertisement

আরও পড়ুন: ‘টিটিই’ এবং ‘টিসি’-র মধ্যে পার্থক্য কী বলুন তো…? অধিকাংশই ‘ভুল’ বলছেন, আপনি জানেন?

আরও পড়ুন: ‘কোথায়? কোথায় টিকিট…?’ রোগা চেহারার লোকটার দিকে এগিয়ে গেল কালো কোট পরা TTE, তারপরেই যা ঘটল, চক্ষুচড়কগাছ!

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

আজাদ পাসপোর্ট ও ভিসা তৈরির বিনিময়ে যে টাকা পেতেন সেই টাকা সহযোগীদের নামে তৈরি অ্যাকাউন্টে নগদে জমা পড়েছে বলেই ইডির সন্দেহ। ইতিমধ্যেই ধৃত আজাদের কাছে থেকে ২৬ হাজার অডিও ক্লিপ বাজেয়াপ্ত করা হয়েছে যা ফরেন্সিক করাতে চায় ইডি। আজ মঙ্গলবার বিশেষ আদালতে আজাদের জেল হেফাজতের আবেদন করা হয়েছে ইডির তরফে। জেলে গিয়ে আজাদকে জেরা করতে চায় ইডি।

advertisement

বাংলা খবর/ খবর/কলকাতা/
Pakistani Citizen in Kolkata: 'পাক নাগরিক' আজাদের অ‍্যাকাউন্টে অ‍্যাকাউন্টে ৫০ কোটির লেনদেন, ভোটার তালিকায় নাম, চাঞ্চল্যকর দাবি ইডির, এবার কি কেঁচো খুঁড়তে কেউটে?
Open in App
হোম
খবর
ফটো
লোকাল