TRENDING:

Pahalgam Terror Attack: ঠিক কী ঘটেছিল পহেলগাঁওতে? বৈষ্ণবঘাটার বিতান অধিকারীর বাড়িতে পৌঁছল NIA, শুরু স্ত্রী সোহিনীকে জিজ্ঞাসাবাদ

Last Updated:

পহেলগাঁওতে জঙ্গি হামলায় নিহত বিতান অধিকারীর পাটুলির বৈষ্ণবঘাটার লেনের বাড়িতে পৌঁছাল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনআইএ।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: পহেলগাঁওতে জঙ্গি হামলায় নিহত বিতান অধিকারীর পাটুলির বৈষ্ণবঘাটার লেনের বাড়িতে পৌঁছাল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনআইএ।
তদন্তে এনআইএ। জিজ্ঞাসাবাদ করতে বিতানের বাড়িতে কেন্দ্রীয় তদন্তকারী দল।
তদন্তে এনআইএ। জিজ্ঞাসাবাদ করতে বিতানের বাড়িতে কেন্দ্রীয় তদন্তকারী দল।
advertisement

গতকাল, শনিবারেও জঙ্গিহানায় নিহত পর্যটক সমীর গুহর বাড়িতে আসেন এনআইএ-এর আধিকারিকরা। মূলত, জঙ্গিহানার আগে, ওই সময় এবং পরে ঠিক কী কী ঘটেছিল তা জানার জন্য নিহত পর্যটকদের বাড়িতে যাচ্ছেন তদন্তকারী সংস্থার আধিকারিকরা। এবারে রবিবার আরও এক নিহত বাঙালি পর্যটক বিতান অধিকারীর বাড়িতে হাজির হলেন কেন্দ্রীয় তদন্তকারীর অফিসারেরা। সূত্রের খবর, মূলত তাঁর স্ত্রী সোহিনী রায় (অধিকারীর) থেকে জানতে চাওয়া হতে পারে জঙ্গিহানার সময় ঠিক কী কী ঘটেছিল তার বিবরণ ।

advertisement

আরও পড়ুন: ঋণ, খুন, গ্রেফতার…শেষ গোটা সংসার! ট্যাংরার দে পরিবারের সেই নাবালকের ঠাঁই হল কোথায়?

প্রসঙ্গত, গত ২২ এপ্রিল জম্মু-কাশ্মীরের পহেলগাঁও-এর বৈসরন উপত্যকায় ঘটে যায় জঙ্গিহানা। জঙ্গিদের কালাশনিকভ প্রাণ কেড়ে নেয় ২৬ জনের।  এই ঘটনায় নিহত হন বাংলার তিন জন পর্যটক বিতান অধিকার, সমীর গুহ, মণীরঞ্জন মিশ্র। গত শনিবার সমীরের বাড়িতে যান এনআইয়ের সদস্যরা। এবারে রবিবার বিতানের বাড়ি এসে পৌঁছলেন এনআইএ আধিকারিকরা।

advertisement

আরও পড়ুন: ‘চিন্তা করিস না…’, ভিডিও বার্তা রেখে বাড়ির ছাদে রহস্যমৃত্যু ক্যানসার আক্রান্ত প্রৌঢ়ের

কাশ্মীরে জঙ্গিহানার পরেই পাকিস্তানের বিরুদ্ধে একাধিক কূটনৈতিক পদক্ষেপ নিয়েছে ভারত। স্থগিত করা হয়েছে ১৯৬০-এর সিন্ধু জল চুক্তি। অন্য দিকে, পাকিস্তানও শিমলা চুক্তি মানবে না বলেই জানিয়েছে। ফলে দুই দেশের মধ্যে ক্রমশ বাড়ছে কূটনৈতিক উত্তাপ। এর মাঝেই জঙ্গিহানার ঘটনার তদন্তে নেমেছে কেন্দ্রীয় তদন্তকারী দল।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

২২ এপ্রিল বৈসরন ভ্যালিতে ঘটা সন্ত্রাসবাদী হামলায় ২৬ পর্যটক নিহত হন, আহত অনেকেই। নিহতদের দেহ ইতিমধ্যেই পরিবারের সদস্যদের হাতে তুলে দেওয়া হয়েছে, বেশিরভাগেরই সম্পন্ন হয়েছে শেষকৃত্য। কাশ্মীর বেড়ানোর জন্য আদর্শ সময় মার্চ-এপ্রিল। ফলে সেদিন বৈসরন ভ্যালিতে ছিলেন বহু পর্যটক, যাদের সামনেই আততায়ীদের গুলিতে পরিবার, বন্ধুদের সামনে লুটিয়ে পড়েন ২৬ হতভাগ্য পর্যটক। আর যারা বেঁচে গেলেন! কী বলছেন তারা? ইতিমধ্যেই সেখানে উপস্থিত পর্যটকদের সঙ্গে কথা বলে আততায়ীদের স্কেচ প্রকাশ করা হয়েছে।

advertisement

বাংলা খবর/ খবর/কলকাতা/
Pahalgam Terror Attack: ঠিক কী ঘটেছিল পহেলগাঁওতে? বৈষ্ণবঘাটার বিতান অধিকারীর বাড়িতে পৌঁছল NIA, শুরু স্ত্রী সোহিনীকে জিজ্ঞাসাবাদ
Open in App
হোম
খবর
ফটো
লোকাল