একদিকে নতুন নতুন রেকর্ড গড়ে টাকার পতন, অন্যদিকে দাম বেড়ে চলায় জ্বালানির জ্বলন। এরই প্রতিবাদে ১০ সেপ্টেম্বর ১২ ঘণ্টার জন্য বনধ ডেকেছে বামফ্রন্ট ও বামেদের ১৮ সহযোগী দল ৷ আগামী ১০ তারিখ সকাল ৬টা থেকে সন্ধে ৬ টা অবধি বামেদের ১২ ঘণ্টার বনধ চলবে গোটা ভারতে ৷ কেন্দ্রের বিজেপি সরকারের বিরোধিতায় এই ইস্যুকে সমর্থন করলেও বনধে থাকছে না তৃণমূল কংগ্রেস ৷ তাদের এই রাজনৈতিক অবস্থান নিয়ে উঠেছে প্রশ্ন ৷
advertisement
আরও পড়ুন
২০০ ও ২০০০ টাকার নোট নিয়ে বড় সিদ্ধান্ত নিল কেন্দ্র
শুক্রবার তৃণমূল কংগ্রেসের তরফে মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় জানান, ‘একদিকে টাকার দাম পড়ছে অন্যদিকে ক্রমাগত বেড়ে চলেছে পেট্রোল-ডিজেলের দাম ৷ দেশের অর্থনীতিকে ধ্বংসের পথে নিয়ে যাচ্ছে বিজেপি ৷ যেসব ইস্যুতে বিরোধীরা বনধ ডেকেছে তাকে আমরা সমর্থন করলেও কর্মদিবস নষ্ট করার পক্ষপাতী নয় তৃণমূল ৷ তাই বনধে থাকছি না আমরা৷’
তবে ১০ তারিখ পেট্রোপণ্যের দামবৃদ্ধির প্রতিবাদে পথে নামবে তৃণমূল কংগ্রেস ৷ সোমবার দুপুর ৩টেয় মৌলালি থেকে ডোরিনা ক্রসিং পর্যন্ত প্রতিবাদ মিছিলের আয়োজন করা হয়েছে বলে জানান পার্থ চট্টোপাধ্যায় ৷ এছাড়া ওইদিন সাধারণ মানুষের কোনওরকম অসুবিধা না করে জেলায় জেলায়ও প্রতিবাদ সভা করার পরিকল্পনা রয়েছে তৃণমূলের ৷
আরও পড়ুন
আগামী ৪ দিন বাতিল ১৫৮টি ট্রেন, ব্যাপক যাত্রী ভোগান্তির আশঙ্কা
শুক্রবারও দাম বেড়েছে পেট্রোল-ডিজেলের ৷ ২৫ অগাস্ট কলকাতায় এক লিটার পেট্রোলের দাম ছিল ৮০ টাকা ৬১ পয়সা। লাগাতার বেড়ে সোমবার হয় ৮২ টাকা ৬ পয়সা। মঙ্গলবার ৮২ টাকা ২২ পয়সা। শুক্রবার আরও বেড়ে ৮২ টাকা ৯৭ পয়সা ডিজেলের দামও বাড়ছে লাফিয়ে লাফিয়ে। ২৫ অগাস্ট কলকাতায় এক লিটার ডিজেলের দাম ছিল ৭২ টাকা ২ পয়সা। ধাপে ধাপে বেড়ে সোমবার তা হয় ৭৪ টাকা। মঙ্গলবার ৭৪ টাকা ১৯ পয়সা। শুক্রবার একেবারে ৭৫ টাকা। এতে ক্রমেই চাপ বাড়ছে সাধারণ মানুষের উপর। পেট্রোল-ডিজেলের দাম বাড়া মানেই যাতায়াতে খরচ বাড়া। সাধারণ মানুষের পকেটে বাড়তি চাপ। জ্বালানির দাম বাড়া মানেই জিনিসপত্রেরও দাম বাড়ার আশঙ্কা। ফলে, জ্বালানির জ্বালায় আম আদমির পকেটে ছেঁকা। তাঁদের প্রশ্ন, এই কি আচ্ছে দিনের নমুনা?