রাজ্য স্বাস্থ্য দফতরের এক শীর্ষ আধিকারিক নিউজ ১৮ বাংলা-কে জানিয়েছেন অন লাইন টিকিট কেটে চিকিৎসা নিয়েছেন ১৪ লক্ষ ৬৮ হাজার মানুষ। এর মধ্যে শহরের অন্যতম সুপার স্পেশালিটি হাসপাতাল এস এস কে এম হাসপাতালেই প্রায় ৫ লাখ টিকিট অনলাইনে দেওয়া হয়েছে। দ্বিতীয় স্থানে রয়েছে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ ও হাসপাতাল। অন লাইনে টিকিট কাটায় তৃতীয় স্থানে রয়েছে মেদিনীপুর মেডিক্যাল কলেজ ও হাসপাতাল।
advertisement
আরও পড়ুন: প্রশ্নফাঁসে 'সিআইডি'! 'ডিএলএড' প্রশ্নপত্র 'ফাঁস' নিয়ে তদন্তের নির্দেশ দিল রাজ্য
স্বাস্থ্য দফতরের আরও এক কর্তা জানাচ্ছেন, অনলাইন টিকিটের মাধ্যমে সরকারের কাছে রোগীদের ডাটা পৌঁছচ্ছে, যার মধ্যে অন্যতম কোন মানুষ কী রোগ নিয়ে আসছেন। রোগী রোগের চিকিৎসায় ফলো আপ করছেন কি না। কোন কোন হাসপাতালে কোন বিভাগে বেশি রোগী চিকিৎসকের স্মরণাপন্ন হচ্ছেন, ইত্যাদি তথ্য গুলো স্বাস্থ্য দফতরের কাছে থাকছে। স্বাস্থ্য দফতরের এই আধিকারিক জানাচ্ছেন, সব থেকে বেশি রোগী আসছেন মেডিসিন বিভাগে। সেখানে মূলত জ্বর, পেটের সমস্যা, অম্বল, গ্যাস এই সমস্ত সমস্যা সব থেকে বেশি নিয়ে আসছেন রোগীরা। এরপরই রয়েছে হাড় ভাঙ্গা বা হাড়ের সমস্যা নিয়ে অর্থোপেডিক বিভাগে আসা রোগী। ডার্মাটোলজি বা ত্বকের সমস্যা নিয়ে আসা রোগীর সংখ্যাও বহু। এছাড়াও ই এন টি বিভাগ, স্ত্রী রোগ বিভাগেও উল্লেখযোগ্য রোগী দেখা গিয়েছে।
আরও পড়ুন: 'মানিক' মামলার শুনানি, এবার সিবিআই-কে 'সতর্ক' করলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়!
বহির্বিভাগের চিকিৎসা করতে আসা রোগীদের জন্যে অনলাইন টিকিটের ব্যবস্থা করা হয় ২০১৬ সালে। এই মুহূর্তে একদম বিনামূল্যে এই পরিষেবা চালু রয়েছে ১৮ টি সরকারি মেডিক্যাল কলেজ, ১৮ টি জেলা হাসপাতাল এবং কলকাতার বেশ কয়েকটি সরকারি হাসপাতালে। আগামী দিনে মহকুমা হাসপাতালেও এই অনলাইন টিকিটের ব্যাবস্থা করা যায় কি না সেই চেষ্টাই চালাচ্ছে রাজ্য স্বাস্থ্য দফতর।