কলকাতা: অনলাইন বেটিং অ্যাপ মামলায় মঙ্গলবার ইডি দফতরে হাজিরা দেওয়ার জন্য এবার সমন পাঠানো হল অভিনেতা অঙ্কুশ হাজরাকে। ইডির তরফে মঙ্গলবার সকাল ১১টায় হাজিরা দেওয়ার সমন পাঠানো হয়েছে বলে খবর। এদিকে, সোমবারই বেটিং অ্যাপ মামলায় দিল্লিতে ইডি-র অফিসে হাজিরা দিলেন অভিনেত্রী ও যাদবপুর লোকসভা কেন্দ্রের প্রাক্তন সাংসদ মিমি চক্রবর্তী।
advertisement
সোমবার সকাল ১০টা ৫০ মিনিটে ইডির অফিসে হাজিরা দেন মিমি। এর আগে সুরেশ রায়না ও শিখর ধাওয়ানকে এই একই মামলায় জিজ্ঞাসাবাদ করেছে ইডি। তলব করা হয়েছে টলিপাড়ার জনপ্রিয় মুখ অঙ্কুশ হাজরা ও বলিউড অভিনেত্রী ঊর্বশী রাউতেলাকেও।
সূত্রের খবর, ইডির তদন্তকারীরা জানতে চান, অভিযুক্ত অ্যাপ সংস্থার সঙ্গে মিমি বা অঙ্কুশের যোগাযোগ কী ভাবে হল? কত টাকার বিনিময়ে বিজ্ঞাপন করতেন তারা। কী ভাবে সেই টাকা তিনি পেয়েছেন? কোন অ্যাকাউন্ট থেকে সেই টাকা তাঁর কাছে এসেছে? মধ্যস্থতাকারীই বা কারা?
প্রসঙ্গত, অনলাইন বেটিং গেম প্রমোশনের কারণে ইডির জিজ্ঞাসাবাদের মুখোমুখি হতে হয়েছে অভিনেতা রানা দগ্গুবতি, প্রকাশ রাজ, বিজয় দেবারোকোন্ডাদের। এ বার দিল্লিতে ইডি-র সদর দফতরে হাজিরা দিলেন মিমি। মঙ্গলবার হাজিরা দেওয়ার কথা অঙ্কুশের।