পুলিশ সূত্রের খবর, গত কয়েকদিন আগে ব্যারাকপুর কমিশনারেট এলাকার রহড়ার একটি কারখানায় দুঃসাহসিক ডাকাতি করে দুষ্কৃতীদের একটি দল। কারখানার কর্মীদের একটি ঘরে আটকে রেখে প্রায় ৩০ থেকে ৩৫ লক্ষ টাকা লুট করা হয়। ঘটনার পরেই পুলিশে অভিযোগ দায়ের করেছিলেন কারখানার মালিক।
আরও পড়ুন: রাতের গার্লস হস্টেলের বাথরুমে উঁকি মারছে কে? মারাত্মক ঘটনা কল্যাণীতে! ভোর হতেই বাইরে ছাত্রীরা
advertisement
তারপর থেকেই ডাকাতির তদন্ত শুরু করে রহড়া থানার পুলিশ। এদিন গোপন সূত্রে পুলিশ জানতে পারে, রহড়ার ডাকাতির ঘটনায় যুক্ত ৩ দুষ্কৃতী আদ্যাপীঠের কাছে একটি গেস্ট হাউসে লুকিয়ে রয়েছে। অভিযুক্তদের মোবাইলের টাওয়ার লোকেশনও ট্র্যাক করা হয়।
খবর পাওয়া মাত্রই পরিকল্পনা করে দক্ষিণেশ্বরের ওই হোটেলে অভিযান চালানো হয়। বাহিনী দিয়ে ঘিরে ফেলা হয় গোটা হোটেল। এরপরে ধৃতদের পাকড়াও করতে তিল তিল করে তাদের ঘরের দিকে এগোতে থাকেন পুলিশকর্মীরা। এর মধ্যেই হঠাৎ পাল্টা আক্রমণ!
আরও পড়ুন: সাসপেন্ড হতে পারেন আইনজীবীরা, বিচারপতি রাজশেখর মান্থা বিতর্কে তুঙ্গে বিতর্ক
পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে হোটেলের ঘরের ভিতরে লুকিয়ে থাকা দুষ্কৃতী। আর সেই গুলি লাগে পুলিশের সঙ্গে থাকা এক সিভিক ভলান্টিয়ারের পায়ে। একটুও সময় নষ্ট না করে তাঁকে দ্রুত সেখান থেকে সরিয়ে হাসপাতালে পাঠানো হয়।
তবে, পুলিশ জানিয়েছে, এর পরেও পার পায়নি দুষ্কৃতীরা। হোটেলে লুকিয়ে থাকা ৩ জনকেই গ্রেফতার করা হয়েছে। তাদের কাছ থেকে উদ্ধার হয়েছে আগ্নেয়াস্ত্র।