TRENDING:

নবান্ন অভিযানের জেরে শনিবার কলকাতার কোন কোন রাস্তা বন্ধ? বেরনোর আগে দেখে নিন

Last Updated:

Nabanna Abhijan আরজি কর মেডিক্যাল কলেজ-কাণ্ডের এক বছর পূর্তি উপলক্ষে নাগরিক সমাজ নবান্ন অভিযানের ডাক দিয়েছে। কলকাতা পুলিশ যান চলাচল নিয়ন্ত্রণে কড়া প্রস্তুতি নিয়েছে। কোন কোন রাস্তা বন্ধ? দেখে নিন।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
আরজি কর মেডিক্যাল কলেজ-কাণ্ডের এক বছর পূর্তি উপলক্ষে নাগরিক সমাজ শনিবার নবান্ন অভিযানের (Nabanna Abhijan) ডাক দিয়েছে। এই অভিযানে যোগ দেবেন নির্যাতিতার মা-বাবাও। তাঁদের আহ্বান— রাজনৈতিক দল নির্বিশেষে সমাজের সর্বস্তরের মানুষ এই প্রতিবাদে সামিল হোন। এই কর্মসূচি ঘিরে সম্ভাব্য উত্তেজনা এড়াতে কড়া প্রস্তুতি নিয়েছে কলকাতা পুলিশ (Strict Surveillance)।
News18
News18
advertisement

লালবাজার সূত্রে খবর, শনিবার ভোর ৪টা থেকে রাত ১০টা পর্যন্ত শহরের একাধিক গুরুত্বপূর্ণ রাস্তায় যান চলাচল নিয়ন্ত্রণে থাকবে। জরুরি পরিষেবার গাড়ি ছাড়া এই সময়ের মধ্যে কোনও পণ্যবাহী গাড়ি চলতে পারবে না। শহরের যানবাহন স্বাভাবিক রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হবে, পাশাপাশি থাকবে নজরদারি ক্যামেরা ও মোবাইল প্যাট্রোলিং। (Traffic Control on several roads , Kolkata)।

advertisement

SSC নিয়োগ পরীক্ষায় বিপুল কড়াকড়ি! পরীক্ষার্থীদের জন্য বড় নির্দেশিকা নবান্নের! জেনে নিন 

ডায়বেটিক হয়েও আম খেতে ভালবাসেন? গবেষণায় উঠে এল আশ্চর্য তথ্য… জানলে অবাক হবেন আপনিও!

যান নিয়ন্ত্রিত রাস্তাগুলির তালিকা:
বিদ্যাসাগর সেতু, খিদিরপুর রোড, তারাতলা রোড, সার্কুলার গার্ডেনরিচ রোড, হাইড রোড, জওহরলাল নেহরু রোড, আরআর অ্যাভিনিউ, রেড রোড, ডাফরিন রোড, মেয়ো রোড, এজেসি বোস রোড, এসএন ব্যানার্জি রোড, এমজি রোড, ব্র্যাবোর্ন রোড এবং হাওড়া সেতু।

advertisement

পুলিশের পরামর্শ, শহরবাসী যেন আগে থেকেই রুট পরিকল্পনা করে বেরোন এবং প্রয়োজনে বিকল্প পথ ব্যবহার করেন। ট্রাফিক পরিস্থিতি নিয়ে নিয়মিত আপডেট দেওয়া হবে কলকাতা পুলিশের সোশ্যাল মিডিয়া ও ট্রাফিক হেল্পলাইন নম্বরের মাধ্যমে।

নবান্ন অভিযানের প্রেক্ষিতে লালবাজার জানিয়েছে, শান্তি বজায় রাখতে আইনশৃঙ্খলা রক্ষায় সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে।

advertisement

নবান্ন অভিযান ঘিরে হাওড়ায় কড়া নিরাপত্তা

নবান্ন অভিযানকে কেন্দ্র করে হাওড়ার বিভিন্ন জায়গায় কড়া নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। হাওড়া ময়দান ও মল্লিক ফটকের কাছে ইতিমধ্যেই ব্যারিকেড বসানো হয়েছে। রাস্তায় ড্রিল করে লোহার ব্যারিকেড লাগানোর কাজ চলছে। পাশাপাশি মজুত রাখা হয়েছে জল কামান।

পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে আকাশ মগারিয়া (ডিআইজি, পিআর) সহ একাধিক উচ্চপদস্থ পুলিশ আধিকারিক ঘটনাস্থলে উপস্থিত রয়েছেন। গোটা চত্বর জুড়ে পুলিশি নিরাপত্তার বলয় আঁটোসাটো করা হয়েছে।

advertisement

বাংলা খবর/ খবর/কলকাতা/
নবান্ন অভিযানের জেরে শনিবার কলকাতার কোন কোন রাস্তা বন্ধ? বেরনোর আগে দেখে নিন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল